পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শাহজাহানকে সিবিআইয়ের হাতে দিচ্ছে না সিআইডি, ইডির আবেদনে আজই জরুরি শুনানি হাইকোর্টে - Sandeshkhali

ED on Sheikh Shahjahan Case: শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছে না রাজ্য পুলিশ ৷ তাই কলকাতা হাইকোর্টে জরুরি ভিত্তিতে মামলা শোনার আবেদন করল ইডি ৷ আবেদন গৃহীত হয়েছে ৷

ETV Bharat
শাহজাহানকে সিবিআইয়ের হাতে দিচ্ছে না সিআইডি

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 11:52 AM IST

Updated : Mar 6, 2024, 12:36 PM IST

কলকাতা, 6 মার্চ: শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছে না রাজ্য পুলিশ ৷ এই ঘটনায় জরুরি ভিত্তিতে মামলার শুনানির জন্য কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন ইডির আইনজীবী ৷ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে সন্দেশখালি কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানাল ইডি ৷ সেই আবেদন গৃহীত হয়েছে ৷

এদিন ইডির তরফে আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, "প্রধান বিচারপতি নির্দেশ দেওয়ার সত্ত্বেও সিআইডি শাহজাহানকে ছাড়ছে না ৷ প্রতিদিন আমাদের সময় নষ্ট করা হচ্ছে ৷ এটা অত্যন্ত জরুরি বিষয় ৷" বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, প্রধান বিচারপতির নির্দেশের আদালত অবমাননার মামলা সাধারণত তাঁদেরই শুনতে হয় ৷ আইনজীবী ধীরজ তখন বলেন, "অত্যন্ত জরুরি বিষয় ৷" তখন বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন, "ঠিক আছে ফাইল করুন ৷ জরুরি ভিত্তিতে শুনানির আবেদন গ্রহণ করা হচ্ছে ৷ মামলা ফাইল করে আসুন ৷"

গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ নির্দেশে জানায় অবিলম্বে ন্যাজাট থানায় দায়ের হওয়া এফআইআর ও বনগাঁ থানায় দায়ের হওয়া এফআইআরের সব নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে ৷ একইসঙ্গে ইডি হামলায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকেও সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে ৷ এদিন বিকেল সাড়ে 4টের মধ্যে এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দিয়েছিল আদালত ৷

তবে দীর্ঘ টালবাহানার পরেও সিআইডির কাছে থেকে নিজেদের হেফাজতে পায়নি সিবিআই ৷ অন্যদিকে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য ৷ যদিও তার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ হয়ে যায় ৷ কিন্তু এই কারণ দর্শিয়ে শাহজাহানকে ছাড়তে চায়নি সিআইডি ৷

বুধবার সকালেও সন্দেশখালি কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ধাক্কা খায় রাজ্য। জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন খারিজ করে দেয় বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ ৷ দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে মামলাটি তালিকাভুক্ত করার কথা জানায় বেঞ্চ ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্ত, জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
  2. রাজ্য পুলিশ নয়, তদন্তভার নিক সিবিআই; সন্দেশখালিতে হামলার ঘটনায় আদালতে ইডি
  3. 'বিচারপতির আসনে বসেই বিজেপির সঙ্গে যোগাযোগ', অভিষেকের নিশানায় অভিজিৎ
Last Updated : Mar 6, 2024, 12:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details