কলকাতা, 6 মার্চ: শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছে না রাজ্য পুলিশ ৷ এই ঘটনায় জরুরি ভিত্তিতে মামলার শুনানির জন্য কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন ইডির আইনজীবী ৷ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে সন্দেশখালি কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানাল ইডি ৷ সেই আবেদন গৃহীত হয়েছে ৷
এদিন ইডির তরফে আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, "প্রধান বিচারপতি নির্দেশ দেওয়ার সত্ত্বেও সিআইডি শাহজাহানকে ছাড়ছে না ৷ প্রতিদিন আমাদের সময় নষ্ট করা হচ্ছে ৷ এটা অত্যন্ত জরুরি বিষয় ৷" বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, প্রধান বিচারপতির নির্দেশের আদালত অবমাননার মামলা সাধারণত তাঁদেরই শুনতে হয় ৷ আইনজীবী ধীরজ তখন বলেন, "অত্যন্ত জরুরি বিষয় ৷" তখন বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন, "ঠিক আছে ফাইল করুন ৷ জরুরি ভিত্তিতে শুনানির আবেদন গ্রহণ করা হচ্ছে ৷ মামলা ফাইল করে আসুন ৷"
গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ নির্দেশে জানায় অবিলম্বে ন্যাজাট থানায় দায়ের হওয়া এফআইআর ও বনগাঁ থানায় দায়ের হওয়া এফআইআরের সব নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে ৷ একইসঙ্গে ইডি হামলায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকেও সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে ৷ এদিন বিকেল সাড়ে 4টের মধ্যে এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দিয়েছিল আদালত ৷