কলকাতা, 19 এপ্রিল: বুধবার রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার শক্তিপুর ৷ অভিযোগ শোভাযাত্রায় বাইরে থেকে ঢিল ছোঁড়া হয় ৷ এমনকি বোমাবাজির অভিযোগ করেছিলেন স্থানীয়রা ৷ মুর্শিদাবাদে রামনবমীর শোভাযাত্রার উপর হিংসাকে কেন্দ্র করে এবার নড়েচড়ে বসলো জাতীয় নির্বাচন কমিশন । তারপরেই এবার শক্তিপুর ও বেলডাঙার দুই ওসি’কে দায়িত্ব থেকে আপাতত অব্যাহতি দিল ইসিআই ৷
স্থানীয়দের অভিযোগ, অভিযোগ, কয়েক দিন আগে চরক পুজোর সময় থেকেই অশান্ত ছিল শক্তিপুর ৷ কিন্তু, তারপরেই রামনবমীর শোভাযাত্রা উপলক্ষে যথেষ্ঠ নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠেছে ৷ তারপরেই এদিন কমিশনের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে স্পষ্ট বলা হয়েছে, নির্দেশ থাকা সত্ত্বেও 'সাম্প্রদায়িক হিংসা' রুখতে ব্যর্থ হয়েছেন এই দুই ওসি । কমিশনের পক্ষ থেকে জারি করা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নির্দেশ থাকা সত্ত্বেও ওই দুই পুলিশ আধিকারিক তাঁদের এলাকায় রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে হওয়া অশান্তি দমনে ব্যর্থ হয়েছে । তাই এই দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হল ।
শক্তিপুর ও বেলডাঙার দুই ওসি’কে দায়িত্ব থেকে আপাতত অব্যাহতি দিল ইসিআই ৷ সাসপেন্ড হওয়া সময়কালের মধ্যে এই দুই পুলিশ আধিকারিককে পুলিশ হেড-কোয়ার্টারের সঙ্গে যোগাযোগে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে । এমনকী নজির বিহীনভাবে তাদের বিরুদ্ধে চার্জশিট ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছে । সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই দুই অফিসারের বিরুদ্ধে চার্জশিট ফাইল করতে হবে ।
এই অর্ডারে উল্লেখ করা হয়েছে, এবার শক্তিপুর ও বেলডাঙ্গা পুলিশ স্টেশনে নয়া দুই আধিকারিককে নিযুক্ত করা হবে ৷ মুখ্য নির্বাচনী আধিকারিককে সেই নামের প্যানেল পাঠাবার নির্দেশ করা হয়েছে । শনিবার বেলা 11টার মধ্যে পুরো নির্দেশ কার্যকর হয়েছে এই মর্মে রিপোর্ট দিতে হবে । প্রসঙ্গত, 15 এপ্রিল সরানো হয়েছিল মুর্শিদাবাদ রেঞ্জের পূর্বতন ডিআইজি আইপিএস শ্রী মুকেশকে। তারপরে সৈয়দ ওয়াকার রেজাকে মুর্শিদাবাদ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিযুক্ত হয়েছে ।
আরও পড়ুন:
- শক্তিপুরে ঢোকার 14 কিলোমিটার আগে থেকে 144 ধারা, এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল
- রামনবমীতে অশান্ত মুর্শিদাবাদ! মিছিলে পড়ল বোমা-ঢিল, আহত 20
- মুর্শিদাবাদ রেঞ্জের নতুন ডিআইজি হলেন সৈয়দ ওয়াকার রেজা