পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুর্শিদাবাদ ইস্যুতে কড়া কমিশন, বেলডাঙা বিস্ফোরণ কাণ্ডের রিপোর্ট তলব - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

EC on Beldanga Blast: সোমবার মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বিস্ফোরণে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। পাশাপাশি বসিরহাট লোকসভা কেন্দ্রেj বিজেপি প্রার্থী রেখা পাত্রকে প্রচারে বাধা দেওয়ার ঘটনাতেও রিপোর্ট তলব মুখ্য নির্বাচনী আধিকারিকের ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 9:31 PM IST

কলকাতা, 30 এপ্রিল: রেজিনগরের পর এবার মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বিস্ফোরণে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিকের কাছে এই ব্যাপারে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কী কারণে এই বিস্ফোরণ, সেই বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে। উল্লেখ্য, সোমবারই নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার নীতেশ ব্যাস মুর্শিদাবাদ নিয়ে পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে বিষয়টি জানতে চান।

পাশাপাশি মুর্শিদাবাদে যাতে নতুন করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না-ঘটে সে ব্য়াপারে নজর রাখার নির্দেশ দিয়েছেন বিশেষ সাধারণ অবজারভার আলোক সিনহা ও বিশেষ পুলিশ অবজারভার অনিল কুমার শর্মা। সাইলেন্স পিরিয়ড (প্রচার শেষ হওয়ার পর) শুরু হওয়ার আগে মুর্শিদাবাদের পরিস্থিতি স্বাভাবিক করার বার্তা তাঁদের। উল্লেখ্য, সোমবার বেলডাঙা থানার ঝুনকা মাঝপাড়া এলাকায় সকাল আটটা নাগাদ বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতায় পাশের বাড়ির রান্নাঘরের টালির চাল উড়ে যায়। মজুত করে রাখা বোমা অতিরিক্ত গরমের ফলে ফেটে গিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ।

অন্যদিকে, বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে প্রচারে বাধা দেওয়ার রিপোর্ট তলব মুখ্য নির্বাচনী আধিকারিকের। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে এবং তা মঙ্গলবারের মধ্যেই জমা করতে হবে। প্রচারে কী ঘটেছিল, কেন এমন ঘটল; সেই সব বিষয়েই তথ্য চাওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে। বিজেপির প্রার্থীকে কেন লেভেল প্লেয়িং ফিল্ড দেওয়া হচ্ছে না? জানতে চেয়ে প্রকৃত ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।

এদিকে আগামী 20 মে হাওড়া-সহ রাজ্যের আরও ছ'টি আসনে পঞ্চম দফার নির্বাচন। কমিশনের পক্ষ থেকে শুরু হয়েছে প্রস্তুতি। চলছে প্রচারও। হাওড়া ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। হাওড়া সদরে গত 27 এপ্রিল থেকে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ হয়েছে সাঁপুইপাড়া থেকে নাপিত পাড়া পর্যন্ত। 28 এপ্রিল রুট মার্চ হয়েছে হাওড়া সাঁকরাইল থেকে সেরেঙ্গা নাকাপাড়া পর্যন্ত। 29 এপ্রিল রুট মার্চ হয়েছে সাঁতরাগাছি , জগাছা, এজেসি বোস রোড থেকে বি গার্ডেন পর্যন্ত। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সেই রিপোর্ট পাঠিয়েছেন হাওড়া জেলা নির্বাচনী আধিকারিক।

আরও পড়ুন:

  1. রেজিনগরের পর বেলডাঙা, ভোটের আবহে ফের বোমা বিস্ফোরণ ! উড়ল বাড়ির চাল
  2. রেজিনগরে বোমা বিস্ফোরণ! উদ্ধার 24টি তাজা বোমা

ABOUT THE AUTHOR

...view details