কলকাতা, 22 মে: ভোটের আগে সরিয়ে দেওয়া হয়েছিল বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত জেলাশাসক ও কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিককে ৷ এবার সেই পদেই এলেন নয়া দু'জন ৷ দিব্যা লিঙ্গনাথানের পরিবর্তে অতিরিক্ত জেলাশাসক হলেন আকাঙ্খা ভাস্কর । ডঃ রেশমি কামালের জায়গায় কলকাতা দক্ষিণের নয়া ডিইও হলেন বিভু গোয়েল ৷ বুধবার সকালে পুরনোদের সরিয়ে নতুনদের দায়িত্ব দেওয়া হয় ৷ বুধবার সন্ধ্যা 6টার মধ্যে তাঁদেরকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন ।
কমিশন আরও বলেছিল, পুরনো দু'জনকে পরবর্তী এমন জায়গায় বদলি এমন জায়গায় করতে হবে যাতে তাঁরা লোকসভা নির্বাচনের কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে না পারেন । ওই দু'জন আধিকারিকের জায়গায় যাঁদের নিযুক্ত করা হবে সেরকম তিনজনের নামের প্যানেল এদিন বেলা 3টের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনকে পাঠাবার নির্দেশও দেওয়া হয়েছিল । সেই মতো তিনজনের নাম পাঠানোর পর বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত জেলাশাসকের পদে আকাঙ্ক্ষা ভাস্করের নামে চূড়ান্ত শিলমোহর দেয় কমিশন। অন্যদিকে, কলকাতা দক্ষিণের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা নির্বাচনী আধিকারিক হিসেবে বিভু গোয়েলের নাম ঘোষণা করে কমিশন ৷
কমিশনের নির্দেশ ! ভোটের মুখে বসিরহাট ও কলকাতা দক্ষিণে বড় প্রশাসনিক রদবদল - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Basirhat and Kolkata South: সপ্তম দফায় ভোট রয়েছে বসিরহাট ও কলকাতা দক্ষিণে ৷ তার আগেই নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রশাসনিক পদে রদবদল ৷
ভোটের মুখে প্রশাসনিক পদে রদবদল (নিজস্ব ছবি)
Published : May 22, 2024, 11:05 PM IST
নির্বাচন চলাকালীন কমিশন একাধিক আধিকারিককে সরিয়েছে। কারও বিরুদ্ধে নির্বাচনের কাজ ঠিকভাবে পালনে গাফিলতির অভিযোগ থাকলে দ্রুত ব্যবস্থা নিচ্ছে কমিশন। তবে এই বদলি ঘিরেও রাজনৈতিক তরজা চলেছে। তৃণমূলের দাবি, বিজেপির অভিযোগের ভিত্তিতে একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। নির্বাচনের দফা ধরে ধরে বদলি করছে কমিশন। এবার শেষ দফায় ভোট হবে এমন দুটি আসনে বড় বদলের সিদ্ধান্ত নিল কমিশন।
আরও পড়ুন :