পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'ননহে ফরিস্তে' অভিযানে সাফল্য, তিন নাবালক-নাবালিকাকে উদ্ধার করল পূর্ব রেল - Minors Rescue - MINORS RESCUE

Minors Rescued: অপারেশন ‘ননহে ফরিস্তে’র সাফল্য ৷ বিশেষ অভিযানে চালিয়ে তিন নাবালক-নাবালিকাকে উদ্ধার করল পূর্ব রেল ৷

Minors Rescued News
অপারেশন ননহে ফরিস্তে অভিযানে উদ্ধার নাবালিকা (প্রতীকী ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 9, 2024, 3:20 PM IST

হাওড়া, 9 জুন: নাবালক নিখোঁজের তদন্তে বড় সাফল্য় রেলের ৷ হারিয়ে যাওয়া তিন নাবালক-নাবালিকাকে উদ্ধার করলেন রেলের আরপিএফ অধিকারিকরা ৷ রেলের আরপিএফ অধিকারিকদের অপারেশন ‘ননহে ফরিস্তে’ নামের বিশেষ অভিযানের মাধ্যমে ওই নাবালকদের উদ্ধার করা হয় । রেল সূত্রে জানানো হয়েছে, বুধবার বর্ধমান, শিয়ালদা ও ভাগলপুর স্টেশন থেকে দুই নাবালিকা ও এক নাবালককে উদ্ধার করে আরপিএফ ।

গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া আরপিএফের আধিকারিকরা এক নাবালিকাকে বর্ধমান স্টেশন থেকে উদ্ধার করতে সক্ষম হয় । ওই নাবালিকা তার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল বলে জানা গিয়েছে । তাকে উদ্ধার করে হাওড়া চাইল্ড হেল্প লাইন কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয় ।

  1. পরিত্যক্ত কুলারে ঘুমোচ্ছে নিখোঁজ 2 শিশু, খুঁজতে কালঘাম ছুটল পুলিশের

একইভাবে আরেক নাবালককে শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে উদ্দেশ্যহীন অবস্থায় ঘুরতে দেখেন আরপিএফের আধিকারিকরা ৷ তাকে উদ্ধার করে শিয়ালদা চাইল্ড হেল্প লাইনে হস্তান্তর করা হয় । পাশাপাশি ভাগলপুর স্টেশনে কর্তব্যরত আরপিএফ আধিকারিকরা আরেক নাবালিকাকে 1 নম্বর প্লাটফর্ম থেকে উদ্ধার করে ভাগলপুর চাইল্ড হেল্প লাইন কেন্দ্রের হাতে তুলে দেন ।

তৎপর পুলিশ, 24 ঘণ্টার মধ্যেই অপহরণকারীদের খপ্পর থেকে উদ্ধার মগরাহাটের শিশু

ABOUT THE AUTHOR

...view details