হাওড়া, 9 সেপ্টেম্বর: রেলের অনুমোদন নেই এমন স্টলগুলি থেকে দূরে থাকার আবেদন করল পূর্ব রেল কর্তৃপক্ষের ৷ একের পর এক স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ ফের এই আবেদন করা হয়েছে ৷ রেলের নিয়ম অনুযায়ী, প্ল্যাটফর্মে আগুন জ্বালিয়ে রান্না, চা তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ ৷ কিন্তু, সেই নিয়ম কেউ মানছে না-বলে অভিযোগ ৷ তা সত্ত্বেও ত্রিপল, প্লাইউড, প্লাস্টিকের মতো দাহ্য উপকরণ ব্যবহার করে প্ল্যাটফর্মে অবৈধভাবে স্টল তৈরি করছে অনেকে ৷
উল্লেখ্য, রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং সেকশনের ঘুটিয়ারি শরিফ স্টেশনের ডাউন লাইনের প্ল্যাটফর্মে একটি দোকানে আগুন লাগে ৷ যে ঘটনার জেরে দীর্ঘক্ষণ ক্যানিং সেকশনের ট্রেন চলাচল বন্ধ ছিল ৷ তাই ফের একবার যাত্রীদের এবং এই অবৈধ হকারদের সতর্ক করতে বিজ্ঞপ্তি জারি করল রেল কর্তৃপক্ষ ৷ তবে, প্রচার চালিয়েও প্ল্যাটফর্মে থাকা অবৈধ হকারদের সতর্ক করা সম্ভব হচ্ছে না বলে জানাচ্ছে রেল ৷