কলকাতা, 15 অক্টোবর: বঙ্গে এ বছরের দুর্গাপুজোর ছবিটা একেবারে অন্য রকম ছিল ৷ কারণ, উৎসবের পাশাপাশি আরজি কর নিয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনেও সাধারণ মানুষের ঢল নেমেছে কলকাতার রাজপথে ৷ একই কারণে দুর্গাপুজোর কার্নিভালেও চেনা ছবিটা পালটে যেতে চলেছে এ বছর ৷ পুজো কার্নিভালের পাশাপাশি শহরের রাজপথে মঙ্গলবার দ্রোহের কার্নিভালে সামিল হবেন হাজার হাজার মানুষ ৷ এই দুই কার্নিভাল মিলে শহরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বাড়তি চাপ থাকছে পুলিশ-প্রশাসনের উপর ৷ পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে লালবাজার।
কলকাতার বুকে মঙ্গলবার পালিত হবে পুজো কার্নিভাল। তবে প্রতি বছর কার্নিভালের থেকে এবারের কার্নিভাল অনেকটাই আলাদা। কারণ, যখন শহরের বুকে ধর্মতলায় পালিত হবে দুর্গাপুজো কার্নিভাল উৎসব, তখন ধর্মতলার অপর প্রান্তে আরজি করের বিচার-সহ 10 দফা দাবিতে আমরণ অনশনে বসে থাকবেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি, এই আন্দোলনের অংশ হিসাবে আজ দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ৷ সব মিলিয়ে যে কোনও সময় বড় ধরনের আইন-শৃঙ্খলার অবনতি হলেও হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই । তার জন্যই এবারের কার্নিভালে শহরের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে লালবাজার। কার্নিভালের জন্য যাতে শহরে কোনও রকমের যানজট না হয়, তার জন্য তৎপর কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকাল 4টের সময়ে রানি রাসমণি রোডে দ্রোহের কার্নিভাল উপলক্ষে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। চিকিৎসকদের আটটি সংগঠনের এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে আরও বেশ কয়েকটি সংগঠন ৷ মেডিক্যাল কলেজের অধ্যাপকদের সংগঠনও এই জমায়েতকে সমর্থন জানিয়েছে। দ্রোহের কার্নিভালের পাশাপাশি ধর্মতলায় মানববন্ধনের জন্য সাধারণ মানুষকে আহ্বান দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।