মৈপীঠ, 17 জানুয়ারি: এবার জোড়া বাঘের আতঙ্ক সুন্দরবনের মৈপীঠের নগেনাবাদ গ্রামে ৷ বুধবার নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ ও গর্জন শোনার পর, তিনশো মিটার এলাকা ঘিরে ফেলা হয়েছিল লোহার জাল দিয়ে ৷ কিন্তু, শুক্রবার সকালে সেই জালের উলটো দিকে অর্থাৎ, লোকালয়ে নতুন করে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন গ্রামবাসীরা ৷ তার জেরেই গ্রামবাসীদের দাবি, জঙ্গল থেকে একটি নয়, দু’টি রয়্যাল বেঙ্গল টাইগার বেরিয়ে এসেছে ৷
যদিও, নামপ্রকাশে অনিচ্ছুক সুন্দরবনের এক বনাধিকারিক গ্রামবাসীদের আতঙ্কিত না-হওয়ার পরামর্শ দিয়েছেন ৷ তিনি বলেন, "বাঘের পায়ের ছাপ জঙ্গলে মিলেছে ৷ জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুরো এলাকা ৷ নদীর পাড়ের এক দিকেও জাল দেওয়া হয়েছে, যাতে বাঘ বেরিয়ে অন্য জায়গায় উঠতে পারে ৷ আতঙ্কের কারণ নেই ৷ রাতে নজরদারি চলবে ৷ "
জাল দিয়ে ঘেরার পরেও মৈপীঠের লোকালয়ে বাঘের পায়ের ছাপ ৷ (ইটিভি ভারত) উল্লেখ্য, গত সোমবার বন দফতর মৈপীঠের জঙ্গল থেকে একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেয় ৷ কিন্তু, তার দু’দিনের মাথায় ফের মৈপীঠে লোকালয়ে বাঘের আতঙ্ক ছড়ায় ৷ নগেনাবাদের পাইকপাড়া এলাকায় রাতে বাঘের গর্জন শুনতে পান গ্রামবাসীরা ৷ পরের দিন সকালে নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান তাঁরা ৷
এরপর বৃহস্পতিবার দুপুর থেকে বন দফতর গ্রামবাসীদের সাহায্যে লোহার জাল দিয়ে জঙ্গল ও নদীর পাড়ের 300 মিটার এলাকা ঘিরে দেয় ৷ কিন্তু, এ দিন সকালে সেই জালের উলটো দিকে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন গ্রামবাসীরা ৷ আর তার জেরে নগেনাবাদে জোড়া বাঘের আতঙ্ক ছড়িয়েছে ৷ গ্রামবাসীদের একাংশের দাবি, জঙ্গল থেকে দু’টি বাঘ লোকালয়ে চলে এসেছে ৷
মৈপীঠের নগেনাবাদে বাঘ তাড়াতে লাঠি হাতে নামলেন গ্রামবাসীরা ৷ (ইটিভি ভারত) এ নিয়ে লতারানি পাইক নামে এক বাসিন্দা বলেন, "নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের দেখা অনেকেই পেয়েছেন ৷ আমাদের রাতের ঘুম উড়ে গিয়েছে ৷ রাস্তায় বেরোতে ভয় হচ্ছে ৷ বাড়িতে ছেলেমেয়েদের নিয়ে একা থাকতে হয় ৷ ঘরের কাজও থাকে, সন্ধে হলে সেগুলো করতে পারি না ৷"
মিতালি দাস নামে আরেক গৃহবধূ বলেন, "বাবুরাম নদী পার হয়ে লোকালয়ে এসেছে বাঘ ৷ আমাদের এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা তেমন ভালো নেই ৷ সন্ধে হলেই আমরা আতঙ্কে থাকি ৷ নদীর পাড়ে কোনও বিদ্যুতের ব্যবস্থা নেই ৷ সন্ধে হলেই দরজা বন্ধ করে দিতে হচ্ছে ৷ ছেলেমেয়েদের বারণ করেছি বের হতে ৷"
গান্ধারী দাস বলেন, "কোথা থেকে বাঘ এখানে ঢুকে পড়েছে জানি না ৷ আমরা মাছ-কাঁকড়া কিছুই ধরতে যেতে পারছি না ৷ সন্ধে নামলেই বাড়ির দরজা-জানালা বন্ধ করে দিতে হচ্ছে ৷ আমরা চাই বন দফতর বাঘটিকে ধরে নিয়ে জঙ্গলে ছেড়ে দিক ৷"