ডায়মন্ড হারবার, 30 নভেম্বর: আগামী বছর পয়লা বৈশাখের পর কলকাতার বুকে 5000 ডাক্তারকে নিয়ে কনভেনশন হবে ৷ শনিবার ডায়মন্ড হারবারে ডক্টর সামিট থেকে ঘোষণা করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের সুরক্ষা সুনিশ্চিত করতে হেল্পলাইনও চালু করেন ডায়মন্ড হারবারের সাংসদ।
শনিবার আমতলায় ডাক্তারদের সম্মেলন থেকে অভিষেক বলেন, "রোগীর পরিবারের কথা ধৈর্য ধরে শুনতে হবে ৷ কেউ ভাঙচুর করলে, অসুবিধা হলে ফোন করুন ৷ 10 জনের কমিটি তৈরি করা হবে ৷ চিকিৎসকদের কোনও অসুবিধা হলে 'এক ডাকে অভিষেকে 7887778877' নম্বরে ফোন করুন।" নতুন বছরে ডায়মন্ড হারবারবাসীদের জন্য সুখবরও শুনিয়েছেন অভিষেক । করোনার সময় প্রশংসা কুড়িয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ৷ ডায়মন্ড হারবার মডেলও জনপ্রিয়তা পেয়েছিল। এবার নতুন বছরের জন্য সুখবর শোনালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের সম্মেলনে এসে নতুন একটি প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পের নাম 'সেবাশ্রয়'। এই প্রকল্পের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নাগরিকদের কাছে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া হবে ৷ জানুয়ারি মাসের এক তারিখ থেকে এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় চলবে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবির। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে ডায়মন্ড হারবার, ফলতা, বজবজ, মেটিয়াবুরুজ, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা বিধানসভায় টানা 10 দিন এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা এই স্বাস্থ্যপরীক্ষা শিবির করা হবে বলে জানা গিয়েছে ।