কলকাতা, 2 ডিসেম্বর: আরজি কর-কাণ্ডে ক্রাইম সিনে উপস্থিত থাকার অভিযোগ রয়েছে চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে ৷ তাঁকে চার মাস আগে রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের সমস্ত কাজকর্ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল । সোমবার অর্থাৎ 2 ডিসেম্বর সেই অভীক দে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে উপস্থিত ছিলেন ৷ এমনটাই অভিযোগ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সদের ।
সংগঠনের প্রশ্ন, কীভাবে অভিযুক্ত অভীক দে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে উপস্থিত ছিলেন ? আজ যে বৈঠক বেলা 1টা থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা কীভাবে সকাল 10টায় অনুষ্ঠিত হল? এর থেকেই প্রমাণিত দুর্নীতি-দুষ্কৃতী চক্র কীভাবে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাকে আঁকড়ে রেখেছে বলে দাবি জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্সের ৷
মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে অভীক দে'র উপস্থিতির বিরুদ্ধে বিক্ষোভ (নিজস্ব ছবি) সংগঠনের তরফে চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "আজকে বৈঠক হওয়ার কথা ছিল বেলা 1টাতে । সেই বৈঠকের বিষয়ে আমরা জানতে এসেছিলাম । কিন্তু যা জানলাম, তা ভয়ংকর । চার মাস আগে মেডিক্যাল কাউন্সিলের সমস্ত কাজকর্ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল অভীক দে'কে । যিনি কি না আরজি কর-কাণ্ডের ক্রাইম সিনে উপস্থিত ছিলেন । রেজিস্ট্রার নিজে জানিয়েছেন অভীক দে উপস্থিত ছিলেন । ফলে, দুর্নীতি-দুষ্কৃতী চক্র কতটা প্রভাব বিস্তার করেছে তাই স্পষ্ট হয়ে গিয়েছে । এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে । আমরা খুব শীঘ্রই নতুন কর্মসূচি ঘোষণা করব ।"
চিকিৎসক মানস গুমটা বলেন, "আমাদের আশঙ্কা সত্যি হয়েছে । যাঁরা প্রমাণ লোপাট করেছিলেন, তাঁদের মধ্যে অভিযুক্ত অভীক দে এই বৈঠকে উপস্থিত ছিলেন । আমরা মেডিক্যাল কাউন্সিলে ঢুকতে গেলে আমাদেরকে পরিচয়পত্র দেখাতে হয়েছে পুলিশকে । এই পুলিশ প্রশাসন কী করছিল, যখন এই অভিযুক্ত বৈঠকে ঢুকলেন আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম, দুর্নীতি-দুষ্কৃতী চক্র এই আরজি করে ঘটনা তদন্ত করতে চায় না । আজ সেটাই আরও একবার প্রমাণিত হল ।"
তিনি আরও বলেন, "তথ্যপ্রমাণ লোপটে অভিযোগে অভিযুক্ত বৈঠকে উপস্থিত ছিলেন । ভয়ংকর ঘটনা, নির্যাতিতার বিচার এরা দিতে চায় না । এর থেকে আরও প্রশ্ন উঠতে শুরু করেছে যে, চার মাস আগে রাজ্যে মেডিক্যাল কাউন্সিল অভীক দেকে সমস্ত কাজকর্ম থেকে বিরত থাকতে হবে বলেছিল, সেই নোটিফিকেশন কি প্রত্যাহার করা হয়েছে? সেই জবাই আমরা নিয়েই ছাড়ব ।"
আরজি কর হাসপাতালে চিকিৎসকের মৃত্যু ঘটনার পর এ দিন প্রথম ওয়েস্ট বেঙ্গল মেডিক্য়াল কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয় । সেই বৈঠকে আরজি কর-কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষ, বীরূপাক্ষ বিশ্বাস উপস্থিত না-থাকলেও অভীক দে উপস্থিত ছিলেন । এ বিষয়ে মতামত জানতে ইটিভি ভারতের তরফে চিকিৎসককে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি ।
অন্যদিকে, বহু কাউন্সিল সদস্য তাঁদের পদ থেকে ইস্তাফা দিয়েছেন । সেখানে দাঁড়িয়ে কীভাবে ঘটনার চার মাস পর বৈঠক হল, এতদিন কেন বৈঠক করেনি, সেই প্রশ্নই তুলছেন সিনিয়র চিকিৎসকেরা ।