হাওড়া, 21 এপ্রিল: ঘাটালে মুখোমুখি ভোটের লড়াইয়ে দুই যুযুধান তারকা ৷ একদিকে দেব অন্যদিকে হিরণ ৷ ফলে ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে অপরকে আক্রমণের ঝাঁজ ৷ রবিবার বিকালে হাওড়ার আন্দুল রাজবাড়ির মাঠে হাওড়া সদরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভায় গিয়ে ফের একবার দেবের টার্গেটে হিরণ ৷
হিরণের জায়গাতে অন্য কেউ দাঁড়ালে কতটা চাপমুক্ত থাকতেন দেব ? এই প্রশ্ন শোনার পরেই পালটা ছোড়েন দীপক অধিকারী ওরফে দেব। তিনি বলেন, "আপনাকে কে বলল হিরণ আমাকে চাপ দিচ্ছে, হিরণ তো নিজেই চাপে আছে বলে উলটো-পালটা বকছে বলেই আমার মনে হয়। আমি আগে যেটা নিশ্চিত করেছিলাম, ঘাটালে না দাঁড়ালে হিরণ চাপমুক্ত হতো । আমি চাপে নেই, হিরণ চাপে আছে। আর ঘাটালের মানুষ এতদিনে নিশ্চিত করে নিয়েছেন কাকে ভোট দেবেন, এখন শুধু সময়ের অপেক্ষা।"
এরপরই অসম্পূর্ণ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব জানান, যে কাজগুলো হয়েছে সেটা নিয়ে সংবাদমাধ্যম কিছু বলছে না। রাস্তাঘাট তৈরি থেকে শুরু করে বন্যার সময় মানুষের পাশে থাকা, এই কাজগুলো সংবাদমাধ্যমের চোখে পড়ে না। আমার মনে হয় সরকারের কাজের শেষ হয় না, সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে থাকে। অনেক কাজ হয়েছে ৷ যে দল মানুষের প্রত্যাশা মতো কাজে টিকে থাকবে, মানুষ তাকেই ভালোবাসবে।
পাশাপাশি এদিনের সভায় দেব দাবি করেন, তাঁর বিরুদ্ধে হিরণ যে অভিযোগ এনেছেন সেগুলি না বললে সংবাদমাধ্যমের সামনে পাত্তা পাবেন না ৷ তাই হিরণ নিজেকে রাজনীতির ময়দানে টিকিয়ে রাখতে দেবের নামে নানা অভিযোগ তুলে আসছে ৷