ঘাটাল, 25 মে: চারিদিকে উড়ছে সবুজ আবির ৷ সকলের মুখেই জয়ের হাসি ৷ ভোটের দিনই আনন্দ উৎসবের ছবি দেখল ঘাটালের পিংলা ৷ দেব বনাম হিরণের লড়াইয়ে, জয় যে 'প্রধান' তারকারই হয়েছে, তা ধরে নিয়েই জয়ের উল্লাসে মাতলেন কর্মী-সমর্থকরা ৷ অভিনেতা তথা বিদায়ী সাংসদ দেবকে মালা পড়িয়ে, সবুজ আবির মাখিয়ে জয়ের উৎসবে মেতে উঠলেন সকলে ৷ বলা যায়, 4 জুন ঘাটালের ছবি ঠিক কেমন হতে চলেছে, তারই যেন আন্দাজ দিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷
অভিনেতা তথা বিদায়ী সাংসদ দেব বলেন, "দিন রাত এক করে পরিশ্রম ৷ ঝড়-বৃষ্টি মাথায় করে প্রচার সারা হয়েছে ৷ সাধারণ মানুষও গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছে ৷ এতদিন ধরে যাঁরা এই পরিশ্রম করছিল, তাঁরা ধরেই নিয়েছে আমরা জিতে গিয়েছি ৷ তাঁদের এই উৎসাহটাই আজ ধরা পড়েছে ৷ এই যে মালা পড়িয়েছে, তা ভালোবাসার ৷ ওদের মনে হচ্ছে আমরা জিতে গিয়েছে, তাই সবুজ আবির পড়িয়ে দিয়েছি ৷"
আরও পড়ুন: অগ্নিগর্ভ কেশপুরে হিরণকে ঘিরে বিক্ষোভ, 'অভিনয়' বলে কটাক্ষ দেবের
এদিন ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন ছিল পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, ঘাটাল ও মেদিনীপুরে ৷ সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোট সম্পন্ন হয়েছে সর্বত্র ৷ এদিন ঘাটালেও বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন স্থানীয়রা ৷ যদিও বিজেপি প্রার্থী হিরণকে বেশ কয়েকবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ৷ রাস্তায় আগুন জ্বালিয়ে চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণকে আটকানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । কেশপুর ব্লকের 5 নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতি শেখ হাসানুর জামানের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ বিজেপির ৷
অন্যদিকে, দেবও ঘাটাল, সবং-সহ বিভিন্ন বুথ এলাকা পরিদর্শন করেন ৷ এরপর পিংলাতে আসলে তাঁকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থক থেকে এলাকার মানুষ ৷ অভিনেতাকে একবার চোখের দেখা দেখার জন্য ভিড় করেন সকলে ৷ পাশাপাশি তোলেন সেলফিও ৷
আরও পড়ুন:বিজেপি এজেন্টদের বসতে বাধা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ হিরণের