কলকাতা, 8 ফেব্রুয়ারি: রাজ্যের গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র গঙ্গাসাগর। প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ জল পেরিয়ে সাগর দ্বীপে যান মকর সংক্রান্তিতে স্নানের জন্য। লাখো লাখো মানুষ আসেন কপিলমুনির আশ্রমে। কিন্তু সাগর দ্বীপে আসা মানুষকে জলপথ পেরিয়ে আসতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যা থেকে তীর্থযাত্রীদের মুক্তি দিতে বহুদিন ধরে কেন্দ্রের কাছে গঙ্গাসাগরে একটি ব্রিজ তৈরির জন্য আবেদন জানিয়েছিল রাজ্য। তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়ে সাড়া না-পাওয়ায় রাজ্য সরকার নিজের উদ্যোগে এই ব্রিজ তৈরি করতে চায় বলে জানিয়েছিলেন মমতা। অবশেষে বৃহস্পতিবার রাজ্য বাজেটে সেই ব্রিজ তৈরির বিষয়টি ঘোষণা করল রাজ্য।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, গঙ্গাসাগরে মুড়িগঙ্গা নদীর উপরে ব্রিজ তৈরি করবে রাজ্য সরকার। এর জন্য 1200 কোটি টাকা খরচ হবে।তিন বছরের মধ্যে এই সেতু তৈরির কাজ সম্পন্ন হবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুড়িগঙ্গার উপরে তৈরি হওয়া এই সেতুর নাম দেওয়া হচ্ছে গঙ্গাসাগর সেতু। মোট খরচ1200 কোটি টাকা হলেও এবছর 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্যে যেমন কৃষক সেতু রয়েছে একইভাবে তৈরি করা হচ্ছে শিল্প সেতুও।