হাওড়া, 3 অগস্ট: হাওড়া জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দির রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছড়াল। পুলিশ সূত্রে খবর, চলতি বছরের 19 এপ্রিল বাবাকে হত্যার অভিযোগে অভিযুক্ত হাওড়া জেলে বন্দি ছিল। জেল সূত্রে জানা যাচ্ছে, নায়রণ রিত ওরফে ভোলা হাওড়ার বেলুড় এলাকার রাজেন শেৎ লেনের বাসিন্দা।
সংশোধনাগারে বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু (ইটিভি ভারত) জেল সূত্রে খবর, সোমবার রাতে জেলের মধ্যেই আত্মঘাতী হয় নারায়ণ রিত। বাড়িতে বাবা ও ছেলেই থাকত। বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যা করার পর নিজেই বেলুড় থানায় এসে আত্মসমর্পণ করে অভিযুক্ত। তার জবানবন্দির ভিত্তিতেই হত্যার মামলা চলছিল, যা হাওড়া আদালতে বিচারাধীন ছিল। যদিও, জেলের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কীভাবে সে আত্মঘাতী হল, তাই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। যদিও এই বিষয় নিয়ে জেল কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
ওই বিচারাধীন বন্দির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলেই জানা যাচ্ছে। যদিও পুলিশ সূত্রে খবর, এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে বলেই জানা যাচ্ছে হাওড়া সংশোধনাগার সূত্রে। যদিও এই ঘটনাতে সংশোধনাগারে মধ্যে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এনিয়ে, বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই বলেন, "এই ঘটনা প্রমাণ করে সংশোধনাগারে মধ্যে কী ধরনের অব্যবস্থা চলছে। আমরা জেলের মধ্যে কয়েদিদের লড়াই গণ্ডগোলের খবর শুনেছি। কয়েদিদের যে মৌলিক অধিকার প্রাপ্য, সেটাও এই রাজ্যের সরকার সুনিশ্চিত করতে ব্যর্থ।"
তিনি আরও বলেন, "কোনওকিছুই সঠিকভাবে সরকার চালাতে পারছে না। তাই আমরা বুঝতে পারছি যে, জেলকে সংশোধনাগার বলা হচ্ছে, সেখানেই একজন কয়েদি আত্মহত্যা করেছে। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক! আমরা জেল প্রশাসনের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করছি।"