কলকাতা, 24 অগস্ট:আরজি কর-কাণ্ডের মাঝেই কড়া পদক্ষেপ নিল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। কলেজ কাউন্সিলিংয়ের বৈঠকে সিদ্ধান্ত নিয়ে সরিয়ে দেওয়া হল মেডিক্যাল কলেজের ডিন মানব নন্দীকে। তাঁর সঙ্গে বাকি 4 জন অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে নেওয়া হল কঠোর সিদ্ধান্ত। এমনকী তাঁদের বিষয়েও স্বাস্থ্য ভবনেও জানাবে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। তবে যতদিন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই ব্যবস্থা নিচ্ছে ততদিন তাঁরা বর্তমানে কোনও ক্লাস নিতে পারবেন না। এছাড়াও বাকি কলেজের যে যে দায়িত্ব তাঁরা পালন করতে পারবেন না।
গত জুন মাসে অভিযোগ উঠেছিল, এক ছাত্রীর কাছে হুমকি আসে। তাঁকে বলা হয়েছিল হস্টেল পেতে গেলে টিএমসিপি অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদ করতে হবে। যদি তা না-করেন তাহলে হস্টেল পাবেন না। পরবর্তী কালে পড়াশোনার ক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হবে। এমনকী পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকিও পান ছাত্রী। এই অভিযোগের পরই ওই ছাত্রী কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের কাছে অভিযোগ জানান। এই বিষয়টি খতিয়ে দেখার জন্য এটি তদন্ত কমিটি গঠন করে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।