পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাবগ্রাম-ফুলবাড়ি আর জলপাইগুড়ি পৌর এলাকাই জয় এনে দিয়েছে বিজেপিকে - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Lok Sabha Election Results 2024: জলপাইগুড়ি আসনে মূলত একটি বিধানসভা এবং এক পৌর এলাকাই জয় এনে দিয়েছে বিজেপিকে ৷ অন্তত নির্বাচন কমিশনের পরিসংখ্য়ান তাই বলছে ৷

Lok Sabha Election Results 2024
জলপাইগুড়িতে জিতেছেন বিজেপির জয়ন্ত (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 1:10 PM IST

জলপাইগুড়ি, 6 জুন: জলপাইগুড়ি লোকসভা আসনে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা আর জলপাইগুড়ি পৌর এলাকাই জয় এনে দিল বিজেপিকে । জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি পৌরসভায় লিড পেয়েছে বিজেপি । অন্যদিকে, গ্রামীণ এলাকায় ভোট পেল তৃণমুল কংগ্রেস । সাতটি বিধানসভার মধ্যে তৃণমূল লিড পেয়েছে মালবাজার, রাজগঞ্জ, মেখলিগঞ্জে । অন্যদিকে, 2021 সালে বিধানসভায় হেরে গিয়ে এবার লোকসভায় ময়নাগুড়ি বিধানসভায় বিজেপির থেকে ব্যবধান কমিয়েছে তৃণমূল কংগ্রেসের ।

2019 সালে ডাবগ্রাম-ফুলবাড়িই বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের জয়ের ব্যবধান বাড়িয়ে দিয়েছিল । 1 লক্ষ 84 হাজার ভোটের মধ্যে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা থেকে লিড পেয়েছিলেন 86 হাজার 177 ভোটে । 2024 সালেও লোকসভা নির্বাচনে ফের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের জয়ের পথকে প্রসস্ত করল সেই ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা। দক্ষিণবঙ্গে যখন তৃণমূল কংগ্রেসের ভালো ফল, সেখানে শিলিগুড়ির মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর হাতে থাকা ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভায় কার্যত ভরাডুবি তৃণমূলের ৷ ধুপগুড়ি পৌরসভা এলাকায় প্রায় 5 হাজার 800 ভোট, জলপাইগুড়ি পৌরসভায় 17 হাজার 744 ভোট, ময়নাগুড়ি পৌরসভায় প্রায় সাড়ে 3 হাজার ভোটে বিজেপি এগিয়ে রয়েছে বলে দেখা গেল কমিশনের দেওয়া পরিসংখ্যানে।

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় পেয়েছেন 7 লক্ষ 66 হাজার 568 ভোট । তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায় পেয়েছেন 6 লক্ষ 69 হাজার 875 ভোট । সিপিএম প্রার্থী বর্মন দেবরাজ বর্মন পেয়েছেন 74 হাজার 92 ভোট। 86 হাজার 693 ভোটে জয়ী বিজেপি প্রার্থী। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা । মেখলিগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, ময়নাগুড়ি, ধুপগুড়ি, রাজগঞ্জ, মালবাজার ও জলপাইগুড়ি সদর ৷ মেখলিগঞ্জ, রাজগঞ্জ এবং মালবাজার বিধানসভাতে তৃণমূল কংগ্রেস লিড পেলেও বাকি বিধানসভাগুলোতে তৃণমূল অনেকটাই পিছিয়ে ।

জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ বলেন, "শহর এলাকাগুলোতে আমাদের ভোট কমেছে। গ্রামীণ এলাকায় ভোট বেড়েছে।এবার আমরা গত লোকসভার থেকে প্রায় 97 হাজার ভোট বেশি বেশি পেয়েছি । তবে কেন এমন ফলাফল হল তা পর্যালোচনা করব । ডাবগ্রাম-ফুলবাড়ি এবং জলপাইগুড়ি পুরসভার ভোটেই বিজেপি জিতে গিয়েছে ।"

2024 সালে লোকসভার ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল:

  • মেখলিগঞ্জ বিধানসভায়

তৃণমূল কংগ্রেস পেয়েছে- 94 হাজার 842 ভোট
বিজেপি পেয়েছে- 92 হাজার 24 ভোট
সিপিএম পেয়েছে- 6 হাজার 115 ভোট

মেখলিগঞ্জ বিধানসভার 2828 ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে

  • ধূপগুড়ি বিধানসভায়

বিজেপি পেয়েছে- 1 লক্ষ 6 হাজার 652 ভোট
তৃণমূল কংগ্রেস পেয়েছে- 1 লক্ষ 322 ভোট
সিপিএম পেয়েছে- 9 হাজার 733 ভোট

ধূপগুড়ি বিধানসভায় 6319 ভোটে বিজেপি এগিয়ে

  • ময়নাগুড়ি বিধানসভায়

বিজেপি পেয়েছে- 1 লক্ষ 12 হাজার 763 ভোট
তৃণমূল কংগ্রেস পেয়েছে- 1 লক্ষ 8 হাজার 18 ভোট
সিপিএম পেয়েছে- 5 হাজার 988 ভোট

4745 ভোটে ময়নাগুড়ি বিধানসভায় বিজেপি এগিয়ে

  • জলপাইগুড়ি বিধানসভায়

বিজেপি পেয়েছে- 1 লক্ষ 8 ভোট
তৃণমূল কংগ্রেস পেয়েছে- 84 হাজার 474 ভোট
সিপিএম পেয়েছে- 20 হাজার 119 ভোট

জলপাইগুড়ি বিধানসভায় 25 হাজার 534 ভোটে এগিয়ে বিজেপি। 17 হাজার 744 জলপাইগুড়ি পৌরসভায় লিড পেয়েছে তৃণমূল কংগ্রেসের।

  • রাজগঞ্জ বিধানসভায়

বিজেপি পেয়েছে- 97 হাজার 114 ভোট
তৃণমূল কংগ্রেস পেয়েছে- 1 লক্ষ 4 হাজার 594 ভোট
সিপিএম পেয়েছে- 10 হাজার 781 ভোট

7 হাজার 480 ভোটে রাজগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস এগিয়ে।

  • ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায়

বিজেপি পেয়েছে- 1 লক্ষ 56 হাজার 23 ভোট
তৃণমূল কংগ্রেস পেয়েছে- 83 হাজার 778 ভোট
সিপিএম পেয়েছে- 11 হাজার 486 ভোট

72 হাজার 245 ভোটে বিজেপি এগিয়ে ডামগ্রাম ফুলবাড়ি এলাকায়।

  • মালবাজার বিধানসভায়

বিজেপি পেয়েছে- 88 হাজার 653 ভোট
তৃণমূল কংগ্রেস পেয়েছে- 1 লক্ষ 1 হাজার 468 ভোট
সিপিএম পেয়েছে- 9 হাজার 407 ভোট

তৃণমূল কংগ্রেস 12 হাজার 815 ভোটে এগিয়ে মালবাজার বিধানসভায়।

অন্যদিকে পোস্টাল ভোটের 8 হাজার 60-এর মধ্যে বিজেপি পেয়েছে 3 হাজার 332টি ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছে 2 হাজার 379টি ভোট,
সিপিএম পেয়েছে 463টি ভোট ৷ পোস্টাল ব্যালটে 953 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী ।

ABOUT THE AUTHOR

...view details