কলকাতা, 26 মে:উত্তাল সমুদ্র। ফুঁসছে সাগর। ফুলে উঠছে নদী-নালা। ঝোড়ো হাওয়ার দাপট এবং শব্দে ভয় ধরে যাচ্ছে। দিঘা, তাজপুর, সাগর, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, গোসাবা, কুলতলি থেকে মৌসুমী দ্বীপে কার্যত আতঙ্ক ছড়াচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'রেমাল'। সাগর থেকে বর্তমানে 140 কিমি দূরে প্রবল ঘূর্ণিঝড় 'রেমাল' ৷ রবিবার সকালেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এটি ৷
- ঘূর্ণিঝড় রেমাল এখন অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের উপর। মৌসম ভবনের তথ্য অনুযায়ী রবিবার বেলা 12টায় সাগর থেকে 140 কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি ৷ পাশাপাশি বাংলাদেশের খেপুপাড়া থেকে 160 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম এবং ক্যানিং থেকে 150 দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ৷ এই মুহূর্তে বাতাসের সর্বোচ্চ গতিবেগ 90-100 কিলোমিটার প্রতি ঘণ্টায়। ক্রমশ উত্তর দিকে অগ্রসর হওয়া রেমাল পরবর্তীতে আরও তীব্র হয়ে বাংলাদেশ অতিক্রম করে রবিবার মধ্য়রাত নাগাদ খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলের মাঝামাঝি বাংলাদেশের মংলার দক্ষিণ-পশ্চিম অংশে আছড়ে পড়বে ৷ সেই সময় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 110 থেকে 120 কিলোমিটার।
- পূর্বাভাস মতো ইতিমধ্যেই সকাল থেকেই দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আকাশের মুখ ভার। এই তিন জেলা ছাড়া হাওড়া, হুগলি ও কলকাতায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:চারদিন ছুটি বাতিল, রেমাল-মোকাবিলায় কন্ট্রোল রুম কর্পোরেশনের