পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'নিরাপদ' পুরী, খোলা থাকছে জগন্নাথ মন্দির; আশ্বস্ত করলেন প্রধান সেবায়েত

ঘূর্ণিঝড়ের সময় পুরীর পর্যটকদের আতঙ্কিত না-হওয়ার কথা জানালেন জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়েত রাজেশ দয়িতাপতি ৷

CYCLONE DANA IN PURI
'নিরাপদ' পুরী, খোলা থাকছে জগন্নাথ মন্দির (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2024, 2:50 PM IST

কলকাতা, 24 অক্টোবর: ক্রমেই শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা ৷ ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যেই পুরী ফাঁকা করার নির্দেশ দিয়েছে প্রশাসন ৷ বহু পর্যটক ফিরেও গিয়েছেন ৷ তারপরও অনেকেই পুরী বা আশপাশের এলাকায় রয়েছেন ৷ তাদের অবশ্য চিন্তিত না-হওয়ারই বার্তা দিলেন পুরী জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়েত রাজেশ দয়িতাপতি ৷

ইটিভি ভারতের সঙ্গে কথা বলে তিনি জানান, যেসব পর্যটকরা ট্রেন বা বাসের টিকিট পাননি তাদের চিন্তা করার প্রয়োজন নেই ৷ তাদের হোটেলে নিরাপদে ফিরে আসতে পারেন ৷ এমনটাই অনুরোধ করেছেন রাজেশ দয়িতাপতি ৷ তিনি আরও জানান, স্বাভাবিক নিয়মেই খোলা থাকছে জগন্নাথ মন্দিরও ৷

পুরীতে খোলা থাকছে মন্দির, আশ্বস্ত করলেন প্রধান সেবায়েত (ইটিভি ভারত)

ওড়িশার জনপ্রিয় সৈকতগুলির মধ্যে অন্যতম পুরী ৷ শুধু সমুদ্র নয়, পুরীর অন্যতম আকর্ষণ জগন্নাথ মন্দিরও ৷ এই সময় পর্যটকদের ভিড়ে থিকথিক করে পুরীতে ৷ সোমবার থেকেই সেই সমুদ্র সৈকতের দৃশ্য বদলাতে শুরু করেছে। বুধবার দৃশ্য আরও বদলেছে। কার্যত খাঁখাঁ করছে পুরীর সমুদ্র সৈকত ৷ ভিড় নেই মন্দিরেও ৷ বাংলা থেকেই বহু পর্যটক সারাবছরই পুরীতে যায় ৷

এদিন ইটিভি ভারতকে তিনি বলেন, "জগন্নাথের কৃপায় পুরীতে এই ঝড় প্রভাব ফেলছে না ৷ সব স্বাভাবিক আছে ৷ মন্দিরও খোলা আছে, থাকবে ৷ দর্শনার্থীরা চাইলে আসতেই পারেন ৷ শুধু মন্দির পরিক্রমা বন্ধ থাকছে ৷" একই সঙ্গে পর্যটকদের উদ্দেশে তিনি বলেন, "ভয় পাওয়া বা আশঙ্কিত হওয়ার কোনও কারণ নেই ৷ যারা টিকিট পাননি তারা নিজেদের হোটেলে ফিরে আসুন ৷ পর্যটকদের যাতে কোনওভাবে হেনস্থা করা না হয় সে বিষয়ে আমরা কড়া নির্দেশ দিয়েছি ৷ প্রশাসনও সব বিষয়গুলি খতিয়ে দেখছে ৷ তবে ঝড়ের সময় ঘরেই থাকবেন ৷ সমুদ্রের ধারেকাছে যাতে কেউ যেতে না পারে সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে ৷"

ছুটির মরশুমে সেই ভিড় স্বাভাবিকভাবেই বাড়ে ৷ কিন্তু আচমকা প্রাকৃতিক দুর্যোগের জেরে মাথায় হাত পর্যটকদের ৷ ঘূর্ণিঝড়ের জন্য পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন ৷ অনেকেই ফেরার টিকিট পাচ্ছেন না বলে দাবি ৷ ফলে আশঙ্কিত পর্যটকরা ৷ যদিও পর্যটকদের চিন্তিত না-হওয়ারই পরামর্শ দিয়েছেন ওড়িশা হোটেল অ্যাসোশিয়েশনের সভাপতি তথা জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়েত ৷

ABOUT THE AUTHOR

...view details