পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর-কাণ্ডের বিচারহীন 100 দিন ! আজ সাইকেল মিছিল-সমাবেশ-সহ একাধিক কর্মসূচি - RG KAR DOCTOR RAPE AND MURDER

আরজি কর-কাণ্ডের 100 দিন উপলক্ষে সাইকেল মিছিল ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে ৷ ফের তোলা হবে বিচারের দাবি ৷

ETV BHARAT
আরজি কর-কাণ্ডের বিচারহীন 100 দিন ! (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2024, 12:07 PM IST

কলকাতা, 17 নভেম্বর: আরজি কর-কাণ্ডের 'বিচারহীন 100 দিন'। এই উপলক্ষে শনিবারের পর আজ ফের শহরজুড়ে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে ৷ রয়েছে সাইকেল মিছিল, জমায়েত, সমাবেশ ৷

ন্যায়বিচারের দাবিতে রবিবার পথে নামছে অভয়া মঞ্চ । তারা সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত একটি মিছিল করবে । বিকেল চারটে নাগাদ 100টি সাইকেলের মিছিল আরজি করের নির্যাতিতার বাড়ি থেকে আরজি কর মেডিক্যাল কলেজ হয়ে যাবে শ্যামবাজার । নাটাগড়, এইচবি টাউন, সোদপুর, কামারহাটি, ডানলপ, সিঁথি, দমদম, পাইকপাড়া, আরজি কর হয়ে শ্যামবাজার পাঁচমাথা পর্যন্ত যাবে মিছিল ।

সন্ধে 6টার সময় বিচারের দাবিতে বিশ্বজুড়ে 100 সেকেন্ড নীরবতা পালনের ডাক দেওয়া হয়েছে । এছাড়াও সন্ধে সাড়ে 7টায় শ্যামবাজার পাঁচমাথা মোড়ে জমায়েত ও প্রতিবাদ কর্মসূচি রয়েছে । রাত ন'টার সময় সমাবেশের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ।

শনিবার 100 সেকেন্ডের নীরবতা পালন করা হয় রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ-সহ কলকাতার নানা প্রান্তে । পাশাপাশি জ্বালানো 100টি প্রদীপ । এর সঙ্গে আরজি কর হাসপাতালের ভিতরে হয় মশাল মিছিল । সেখানে ফের উঠে আসে বিচারের দাবি ৷

আরজি কর হাসপাতালের মশাল মিছিলের পর জুনিয়র চিকিৎসক সৌম্যদীপ রায় জানান, "100 দিন আগে এই আরজি কর হাসপাতালের বুকে আমরা লড়াইটা শুরু করেছিলাম । এই ঘটনার মোটিভ কী ? কারা জড়িত এই ঘটনায় ? সেই সব সামনে আসুক । কিন্তু আমরা দেখতে পেলাম এর পুরোটাই এখনও পরিষ্কার হল না । যে চার্জশিট প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ নয় । কারণ এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তথ্য প্রমাণ কেন লোপাট করা হয়েছে, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে কারা জড়িত, সেগুলো কোনওটাই স্পষ্ট নয় । মানুষ আজ হতাশ ।"

ABOUT THE AUTHOR

...view details