কলকাতা, 24 জানুয়ারি: "রামরাজ্য শব্দে কোনও অসুবিধা থাকলে, আমি বলব ধর্মরাজ", বুধবার রাজভবনে উত্তরপ্রদেশের ফাউন্ডেশন ডে-র অনুষ্ঠানে এমনটাই বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ আজ উত্তরপ্রদেশের 75তম প্রতিষ্ঠা দিবস ৷ সেই উপলক্ষ্যে রাজভবনের সর্দার বল্লভ ভাই প্যাটেল হলে একটি অনুষ্ঠান হয় ৷ এই অনুষ্ঠানে স্কুল পড়ুয়ারাও অংশগ্রহণ করে ৷
এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস আরও বলেন, "রামরাজ্যে গরিবদের সম্পূর্ণ রক্ষা করা হবে ৷ লোকতন্ত্রকে সম্মান করা হবে ৷ সংস্কৃতি ও ধর্মীয় অখণ্ডতার প্রতীক উত্তরপ্রদেশ ৷ মৌর্য থেকে মুঘলের উত্থান পতন দেখেছে ৷ সাংস্কৃতিক পুণ্যভূমি ৷ রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ৷ প্রত্যেকের ইচ্ছে পূরণ হয়েছে ৷ রামায়ণ আমাদের হৃদয়ে অবস্থিত ৷ রামরাজ্য শব্দ কারও খারাপ লাগলে ধর্মরাজ বলব ৷ রামরাজ্য গরিব মানুষের রক্ষা হবে ৷"
সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে আজ ফের ইডি তল্লাশি চলছে ৷ এই প্রসঙ্গে তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "গভর্নর হিসেবে যা করার ছিল, আমি করেছি ৷ প্রকাশ্যে সেই কথা বলা সম্ভব নয় ৷" আবারও তাঁকে প্রশ্ন করা হয়, ইডি তদন্ত কি সঠিক পথে চলছে ? সেই প্রসঙ্গে তিনি বলেন, "আইন মেনে কাজ চলছে ৷ কেন্দ্রীয় এজেন্সি নিজেদের কাজ করছে ৷" যাদবপুর প্রসঙ্গে রাজ্যপাল বলেন, "আমি এখনও মনে করি যাদবপুরের ওই কনভোকেশনটা বেআইনি ছিল ৷ ওই সার্টিফিকেটও বৈধ নয় ৷ কিন্তু সেই সার্টিফিকেটগুলিকে বৈধ করার জন্য আমি চেষ্টা করছি ।"
আরও পড়ুন:
- বিক্ষোভের মুখে রাজ্যপাল, কলকাতা বিশ্ববিদ্যালয়ে 'গো ব্যাক' স্লোগান দিল এআইডিএসও
- গল্প লেখা শেখালেন বাংলার রাজ্যপাল, সাহিত্য উৎসবে প্রকাশ ছোট গল্পের সংকলনের
- রাজভবনের পোর্টিকোর নাম বদল, 'নেতাজি'কে ইতিহাসের সঠিক জায়গা দিতে বিশেষজ্ঞ কমিটি গঠন রাজ্যপালের