পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'রামরাজ্যে গরিবদের সম্পূর্ণ রক্ষা করা হবে', উত্তরপ্রদেশ প্রতিষ্ঠা দিবসে দাবি রাজ্যপাল বোসের - Ramrajya

Governor of West Bengal: আজ উত্তরপ্রদেশ প্রতিষ্ঠা দিবস ৷ বুধবার রাজভবনে সেই উপলক্ষ্যে অনুষ্ঠান হল ৷ সেখানে রাজ্যপাল যোগীরাজ্যকে রামরাজ্য বলে উল্লেখ করলেন ৷

ETV Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 4:43 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: "রামরাজ্য শব্দে কোনও অসুবিধা থাকলে, আমি বলব ধর্মরাজ", বুধবার রাজভবনে উত্তরপ্রদেশের ফাউন্ডেশন ডে-র অনুষ্ঠানে এমনটাই বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ আজ উত্তরপ্রদেশের 75তম প্রতিষ্ঠা দিবস ৷ সেই উপলক্ষ্যে রাজভবনের সর্দার বল্লভ ভাই প্যাটেল হলে একটি অনুষ্ঠান হয় ৷ এই অনুষ্ঠানে স্কুল পড়ুয়ারাও অংশগ্রহণ করে ৷

এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস আরও বলেন, "রামরাজ্যে গরিবদের সম্পূর্ণ রক্ষা করা হবে ৷ লোকতন্ত্রকে সম্মান করা হবে ৷ সংস্কৃতি ও ধর্মীয় অখণ্ডতার প্রতীক উত্তরপ্রদেশ ৷ মৌর্য থেকে মুঘলের উত্থান পতন দেখেছে ৷ সাংস্কৃতিক পুণ্যভূমি ৷ রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ৷ প্রত্যেকের ইচ্ছে পূরণ হয়েছে ৷ রামায়ণ আমাদের হৃদয়ে অবস্থিত ৷ রামরাজ্য শব্দ কারও খারাপ লাগলে ধর্মরাজ বলব ৷ রামরাজ্য গরিব মানুষের রক্ষা হবে ৷"

সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে আজ ফের ইডি তল্লাশি চলছে ৷ এই প্রসঙ্গে তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "গভর্নর হিসেবে যা করার ছিল, আমি করেছি ৷ প্রকাশ্যে সেই কথা বলা সম্ভব নয় ৷" আবারও তাঁকে প্রশ্ন করা হয়, ইডি তদন্ত কি সঠিক পথে চলছে ? সেই প্রসঙ্গে তিনি বলেন, "আইন মেনে কাজ চলছে ৷ কেন্দ্রীয় এজেন্সি নিজেদের কাজ করছে ৷" যাদবপুর প্রসঙ্গে রাজ্যপাল বলেন, "আমি এখনও মনে করি যাদবপুরের ওই কনভোকেশনটা বেআইনি ছিল ৷ ওই সার্টিফিকেটও বৈধ নয় ৷ কিন্তু সেই সার্টিফিকেটগুলিকে বৈধ করার জন্য আমি চেষ্টা করছি ।"

আরও পড়ুন:

  1. বিক্ষোভের মুখে রাজ্যপাল, কলকাতা বিশ্ববিদ্যালয়ে 'গো ব্যাক' স্লোগান দিল এআইডিএসও
  2. গল্প লেখা শেখালেন বাংলার রাজ্যপাল, সাহিত্য উৎসবে প্রকাশ ছোট গল্পের সংকলনের
  3. রাজভবনের পোর্টিকোর নাম বদল, 'নেতাজি'কে ইতিহাসের সঠিক জায়গা দিতে বিশেষজ্ঞ কমিটি গঠন রাজ্যপালের

ABOUT THE AUTHOR

...view details