কালিগঞ্জ(নদিয়া), 19 সেপ্টেম্বর: পুলিশের সামনেই সিপিএম কর্মীকে লক্ষ্য করে গুলি এবং বোমা মারার অভিযোগ । গুলিবিদ্ধ সিপিএম কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন । ঘটনাটি ঘটেছে বুধবার নদিয়ার কালিগঞ্জ থানার পলিতবিঘা এলাকায় ।
অভিযোগ, রাজনৈতিক কারণে হঠাৎ ওই এলাকার দুই সিপিএম পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে চড়াও হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তাঁর অনুগামীরা । তাঁদেরকে বেধড়ক মারধর করতে থাকেন । ঠিক সেই সময় ওই এলাকার সিপিএম নেতা সাফাদুল মণ্ডলের ছেলে মহিবুল টিউশন থেকে পড়ে বাড়ি ফিরছিল । তাকে দেখতে পেয়ে হঠাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর শুরু করে বলে অভিযোগ । খবর পেয়ে সাফাদুল মণ্ডল ঘটনাস্থলে আসেন ৷ অভিযোগ, এরপর তাঁকে লক্ষ্য করেও আক্রমণ করতে থাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । হঠাৎ এক অভিযুক্ত বন্দুক বের করে সাফাদুলকে লক্ষ্য করে গুলি চালায় । গুলি তাঁর শরীরের বদলে হাতে গিয়ে লাগে ।