পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বন্যার আগে প্রশাসনিক বৈঠক কেন হয়নি ? ডিভিসি নিয়ে চালাকি করছেন মুখ্যমন্ত্রী: সেলিম - Md Salim Slams Mamata - MD SALIM SLAMS MAMATA

Md Salim on DVC Water Release: ডিভিসি বিপুল পরিমাণে জল ছাড়ার ফলে প্লাবিত রাজ্যের বহু এলাকা ৷ এর জন্য কেন্দ্রকে দায়ী করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও আঙুল তুললেন প্রবীণ সিপিএম নেতা মহম্মদ সেলিম ৷

Md Salim
প্রবীণ সিপিএম নেতা মহম্মদ সেলিম (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2024, 7:26 AM IST

Updated : Sep 24, 2024, 7:50 AM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর: ডিভিসি নিয়ে চালাকি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের বন্যা পরিস্থিতিতে এভাবেই তৃণমূল সুপ্রিমোকে কড়া আক্রমণ করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি পরিষ্কার বলেন, "মুখ্যমন্ত্রী নিজের ব্যর্থতা ঢাকতে চালাকি করছেন ৷" অতিবৃষ্টি এবং ডিভিসি-র ছাড়া জলে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল-সহ বিস্তীর্ণ এলাকা ৷

দামোদর ভ্যালি কর্পোরেশনের জল ছাড়া নিয়ে রাজ্য-কেন্দ্র দোষারোপের পালা চলছে ৷ মুখ্যমন্ত্রী দু'বার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন ৷ রবিবার, 22 সেপ্টেম্বর ডিভিসি-র কমিটি থেকে রাজ্যের দুই প্রতিনিধি ইস্তফা দিয়েছেন ৷ এই অবস্থার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের পাশাপাশি রাজ্য সরকারকেও দায়ী করেছেন প্রবীণ বাম নেতা ৷

ডিভিসির জল ছাড়া এবং বন্যা পরিস্থিতি নিয়ে প্রবীণ বাম নেতা মহম্মদ সেলিম (ইটিভি ভারত)

সেলিমের অভিযোগ, "আসলে যৌথ ভাবে কাজ করার কোনও ধ্যানধারণা নেই ৷ দলের মধ্যেও নেই ৷ সরকারেরও নেই ৷ অন্যান্য দলের সঙ্গেও নেই ৷ কেন্দ্র ও রাজ্যের মধ্যেও নেই ৷ আর কেন্দ্রীয় সরকারেরও নেই ৷" তাঁর প্রশ্ন, "জলাধারগুলিতে যখন জল ধারণের ক্ষমতা কমছে, সেগুলি কেন রক্ষণাবেক্ষণ করা হয় না ? কে দেখবে সেটা ?"

দামোদর নদীকে নিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি হয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমলে ৷ সেই প্রসঙ্গ উত্থাপন করেন মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, "বাঁধ তৈরির সময় সংসদে আলোচনা হয়েছে ৷ পরেও বহুবার আলোচনা হয়েছে ৷"

একই সঙ্গে তাঁর অভিযোগ, "কেন্দ্রে বিজেপি সরকারও এই চালাকিতে মদত যোগাচ্ছে ৷ কারণ তারাও চায় না সমস্যার সমাধান ঘটুক ৷" নমামি গঙ্গে-সহ দেশের একাধিক নদ-নদীর সংস্কারে যে কোটি কোটি টাকা বরাদ্দ হল, সেই অর্থ কীভাবে নয়ছয় হয়েছে, তার জবাব দিক, দাবি সেলিমের ৷ তা না করেই পরস্পর পত্রযুদ্ধ ঘটিয়ে রাজনীতি করে চলেছে বলে মত সিপিএমের ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীকে চিঠি লেখা নিয়ে সিপিএম নেতা সেলিম বলেন, "মুখ্যমন্ত্রী এখন বলছেন চিঠি দিয়েছি ৷ 2021 সালে চিঠি দিয়েছিলেন ৷ 22, 23, 24 সালে কী হল ? ফলোআপ কেন হল না ? আমাদের এখানে বহু বন্যাপ্রবণ এলাকা আছে ৷ জুন মাসে প্রশাসনিক বৈঠক ডাকা হয় ৷ করেছেন সেটা ? লোকসভা ভোটের পর ডুগডুগি বাজাচ্ছিলেন ৷ ক'টা প্রশাসনিক বৈঠক হয়েছে ? কেন প্রশাসনিক বৈঠক করে বন্যা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হল না ? ডিসপুট হতেই পারে ৷ কিন্তু, আগে থেকে ব্যবস্থা নেওয়া হল না ?"

তাঁর আরও বক্তব্য, 1948 সালের ডিভিসি আইনে আছে ডিসপুট হলে প্রধান বিচারপতির কাছে যেতে পারেন ৷ সেটা কেন হয়নি ? চোর বাঁচাতে কোটি কোটি টাকা খরচ করতে পারেন ৷ কাজের কাজ কিছু করেন না ৷ মানুষকে বাঁচানোর জন্য কিছু করেননি ৷ আসলে নজর ঘোরাতে চাইছেন ৷ প্রথমে বলেছিলেন উৎসবে ফেরো ৷ তখন যখন কাজ হল না ৷ তখন এসব করছেন ৷ বিজেপিও সেরকম ৷

Last Updated : Sep 24, 2024, 7:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details