পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডায়মন্ড হারবারে ভোট বাতিলের দাবি সিপিএমের, শান্তিপূর্ণ ভোট হয়েছে; পালটা কমিশন - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Election in Diamond Harbour: ডায়মন্ড হারবারে ভোট বাতিলের দাবি সিপিএম প্রার্থী প্রতীকুর রহমানের ৷ নির্বাচনের নামে দুষ্কৃতীদের দৌরাত্ম্য হয়েছে বলে কমিশনের দ্বারস্থ সিপিএম ৷ অন্যদিকে, সন্ধ্যে নামতেই স্ট্রংরুমে ফিরতে শুরু করেন ভোটকর্মীরা ৷

Vote in Diamond Harbour
ডায়মন্ড হারবারে স্ট্রং রুম (নিজস্ব প্রতিনিধি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 11:05 PM IST

ডায়মন্ড হারবার, 1 জুন: নির্বাচনের নামে প্রহসন হয়েছে ডায়মন্ড হারবারে। সপ্তম দফা বা শেষ দফা নির্বাচন শেষে এমন অভিযোগ জানিয়ে ভোট বাতিলের দাবি করলেন ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান।

ভোট বাতিলের দাবি সিপিএমের (নিজস্ব প্রতিনিধি)

শনিবার নির্বাচন শেষে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে আসে সিপিএমের এক প্রতিনিধি দল। প্রার্থী প্রতীক উর রহমান অভিযোগ করেন যে, ডায়মন্ড হারবারে শাসকদলের দাপট ও গুন্ডামি চলেছে সারাদিন। তাই ওই কেন্দ্রে ভোট বাতিলের দাবি জানিয়ে কমিশনে দাবিপত্র জমা দেওয়া হয়েছে। এদিন সিপিএমের প্রতিনিধি দল অভিযোগ করে আরও জানান, ডায়মন্ড হারবারের একাধিক জায়গায় অশান্তি দেখা গিয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীর উপরে চড়াও হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও। তারপরেই ভোট বাতিলের দাবি করা হয় সিপিএমের তরফে ৷

অন্যদিকে, সন্ধ্যে নামতেই স্ট্রং রুমে ইভিএম নিয়ে ফিরতে শুরু করেন ভোটকর্মীরা ৷ মথুরাপুর লোকসভা কেন্দ্রের স্ট্রম রুম বানানো হয়েছে সাধনচন্দ্র মহাবিদ্যালয়ে ৷ সেখানেই বন্দি রয়েছে ভোট প্রার্থীদের ভাগ্য ৷ স্ট্রং রুমকে ঘিরে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে ৷

অন্যদিকে, নির্বাচন শেষে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ছিল শেষ দফার নির্বাচন। এদিন বিকেল 5 টা পর্যন্ত মোট ভোটের হার ছিল 79 শতাংশ। বিক্ষিপ্ত অশান্তি ঘটনায় মোট 9 জন গ্রেফতার হয়েছে। বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়েছে সন্দেশখালির সরবেড়িয়াতে ৷ বসিরহাটে 2 জনকে গ্রেফতার করা হয়েছে ।

ভাঙড়ে সংঘর্ষে হয়েছে দুই রাজনীতিক দলের মধ্যে। কিছু পুলিশ এবং দুই দলের বেশ কয়েক জন আহত হয়েছেন। কলকাতার গাঙ্গুলি বাগানে তৃণমূলের বিরুদ্ধে একজন মহিলাকে মারধর করার অভিযোগ উঠেছে। তবে ধর্ষণের অভিযোগের কোনও ভিত্তি নেই বলে জানান সিইও। সব জায়গায় কিউআরটি মোতায়ন ছিল। অভিযোগ আসার পর সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান হয়েছে মুখ্য নির্বাচন কমিশনের তরফে ৷

ABOUT THE AUTHOR

...view details