পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জ্যোতি বসু রিসার্চ সেন্টার উদ্বোধনের পর কলকাতাতেই সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক - CPM PARTY CONGRESS

আগামী 17 জানুয়ারি, জ্যোতিবাবু মৃত্যুদিনেই উদ্বোধন হবে 'জ্যোতি বসু সেন্টার ফর সোশাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ'-এর ৷ এদিনই কলকাতার বৈঠকে বসবে সিপিএমের কেন্দ্রীয় কমিটি ৷

JBCSSR INAUGURATION
জানুয়ারিতে জ্যোতি বসু রিসার্চ সেন্টারের উদ্বোধন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2024, 9:50 AM IST

কলকাতা, 6 নভেম্বর: 'জ্যোতি বসু সেন্টার ফর সোশাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ' বা JBCSSR প্রথম পর্যায়ের ভবন নির্মাণের কাজ শেষের পথে। তবে, সম্পূর্ণ কাজ কবে শেষ হবে, তা নিশ্চিত করে বলা সম্ভবও নয়। তাই প্রথম পর্যায়ের কাজ সম্পূর্ণ হওয়ার পরেই উদ্বোধন করা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামাঙ্কিত এই গবেষণা কেন্দ্রের।

সূত্রের খবর, আগামী 17 জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নেওয়া হচ্ছে দলের তরফে। সেই অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরপরই কলকাতাতেই সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে পারে ৷ যা চলবে তিন দিন। যেখানে সিপিএমের পরবর্তী পার্টি কংগ্রেসের রাজনৈতিক লাইনও গৃহীত হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, 2022 সালের 8 জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রয়াত সিপিএম নেতা জ্যোতি বসুর 109তম জন্মবার্ষিকীতে নিউটাউনে তাঁর নামাঙ্কিত 'জ্যোতি বসু সেন্টার ফর সোশাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ'-এর কাজ শুরু হয়। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সেদিন এই কাজের সূচনা করেন ৷ পরে বহুবার বিভিন্ন পর্যায়ের ভবন নির্মাণের কাজ সরজমিনে দেখতে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, মহম্মদ সেলিমরা। খুব শীঘ্রই প্রথম ধাপের কাজ শেষ হবে।

এদিকে দিল্লিতে গত 3 থেকে 5 নভেম্বর সিপিএস-এর কেন্দ্রীয় কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝাড়খণ্ড নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বিজেপি নেতাদের সাম্প্রদায়িক বক্তব্য, আদর্শ আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে আর্জিও জানানো হয়েছে। পাশাপাশি 100 দিনের কাজের কর্মীদের অধিকারের উপর আক্রমণ, কৃষিক্ষেত্রে সারের ঘাটতি ইত্যাদি বিষয়ে সিপিএম দলীয় কর্মসূচি নিয়েছে। তামিলনাড়ুর মাদুরাইতে আগামী বছর 2 থেকে 6 এপ্রিল সিপিএমের 24তম পার্টি কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাব তৈরি হবে। সে বিষয়েও আলোচনা হয়েছে।

সিপিএম কেন্দ্রীয় কমিটির তরফে পার্টি কংগ্রেসের প্রস্তুতির বিষয়ে বিবৃতিও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, "কেন্দ্রীয় কমিটি 2022 সালের এপ্রিলে অনুষ্ঠিত শেষ পার্টি কংগ্রেসে গৃহীত রাজনৈতিক-কৌশলগত লাইন বাস্তবায়নের বিষয়ে একটি রাজনৈতিক পর্যালোচনা প্রতিবেদন আলোচনা করে এবং তা গৃহীত হয়। তার উপর ভিত্তি করেই মাদুরাইতে 2 থেকে 6 এপ্রিল, 2025-এর মধ্যে অনুষ্ঠিতব্য 24তম পার্টি কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাব তৈরি হবে। কেন্দ্রীয় কমিটি পার্টি কংগ্রেসের জন্য রাজ্যভিত্তিক প্রতিনিধিদের কোটাও চূড়ান্ত করেছে। যারা আসন্ন রাজ্য সম্মেলনের দ্বারা নির্বাচিত হবে।"

ABOUT THE AUTHOR

...view details