পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পানীয় জল নিয়ে সিপিআইএমের বিক্ষোভে তুলকালাম শিলিগুড়িতে, উঠল 'চোর' স্লোগান - CPIM protest in Siliguri - CPIM PROTEST IN SILIGURI

CPIM protest in Siliguri: পানীয় জল নিয়ে শিলিগুড়ি পৌরনিগমে সিপিআইএমের ঘেরাও-বিক্ষোভকে ঘিরে তুলকালাম বাঁধল ৷ মেয়রকে ঘিরে উঠল 'চোর চোর' স্লোগান ৷ শাসকদলের কাউন্সিলারদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা ৷

ETV BHARAT
সিপিআইএমের বিক্ষোভে তুলকালাম শিলিগুড়িতে (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 30, 2024, 4:45 PM IST

Updated : May 30, 2024, 6:00 PM IST

শিলিগুড়ি, 30 মে: পানীয় জলের পরিষেবা ব্যাহত হতেই তুলকালাম কাণ্ড শিলিগুড়ি পৌরনিগমে । সিপিআইএমের বিক্ষোভ ও ঘেরাও অভিযানকে ঘিরে উঠল চোর স্লোগান । পানের অযোগ্য জল শহরবাসীকে অজান্তে পান করানো ও পানীয় জলের পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগে বৃহস্পতিবার শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখান সিপিআইএমের নেতা, কর্মী ও সমর্থকরা । উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার-সহ সিপিআইএম কাউন্সিলার ও কর্মী সমর্থকরা ।

সিপিআইএমের বিক্ষোভে তুলকালাম শিলিগুড়িতে (নিজস্ব ভিডিয়ো)

এ দিন প্রথমে পৌরনিগমে পানীয় জল নিয়ে বিক্ষোভ দেখায় সিপিআইএম । সেই সময় পৌরনিগম থেকে বিভিন্ন বরো অফিসগুলিতে পানীয় জল সরবরাহের পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছিলেন মেয়র । ঠিক সেই সময় মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা । পরিস্থিতি খারাপ হলে তা নিয়ন্ত্রণ কর‍তে নামে পুলিশ । মেয়র গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে উঠতে যান । সেইসময় মেয়রকে বিক্ষোভকারীদের থেকে সরাতে উপস্থিত হন ডেপুটি মেয়র । আর ডেপুটি মেয়র বিক্ষোভস্থলে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা । শুরু হয় চোর চোর স্লোগান । চোর স্লোগান শুনে ক্ষেপে যান ডেপুটি মেয়র-সহ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররা । এতে দু'পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি । এতে পরিস্থিতি আরও খারাপ হয় । এরপর পুলিশবাহিনী পৌঁছে আন্দোলনকারীদের সরালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

এই বিষয়ে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "একই কাজের জন্য আমি মেয়র থাকাকালীন দু'দিন পানীয় জলের পরিষেবা ব্যাহত হয়েছিল । তখন তৃণমূল কংগ্রেস আন্দোলনে নেমে যে অসভ্যতামি করেছিল, আমার উপর আক্রমণ করা হয়েছিল । আর এই বোর্ড মানুষকে বিষাক্ত জল পান করিয়েছে । এটা অপরাধ । অবিলম্বে এই বোর্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা উচিত ।"

শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব বলেন,"পানীয় জলের কোথাও সংকোট হবে না । আমরা প্রত্যেকে রাস্তায় আছি । সবরকম ব্যবস্থা করা হয়েছে । কিন্তু এখন সিপিআইএম এ সব নিয়ে রাজনীতি করছে । আন্দোলনের নামে গুন্ডামি করছে । মানুষ এর জবাব দেবে ।"

Last Updated : May 30, 2024, 6:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details