শিলিগুড়ি, 30 মে: পানীয় জলের পরিষেবা ব্যাহত হতেই তুলকালাম কাণ্ড শিলিগুড়ি পৌরনিগমে । সিপিআইএমের বিক্ষোভ ও ঘেরাও অভিযানকে ঘিরে উঠল চোর স্লোগান । পানের অযোগ্য জল শহরবাসীকে অজান্তে পান করানো ও পানীয় জলের পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগে বৃহস্পতিবার শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখান সিপিআইএমের নেতা, কর্মী ও সমর্থকরা । উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার-সহ সিপিআইএম কাউন্সিলার ও কর্মী সমর্থকরা ।
এ দিন প্রথমে পৌরনিগমে পানীয় জল নিয়ে বিক্ষোভ দেখায় সিপিআইএম । সেই সময় পৌরনিগম থেকে বিভিন্ন বরো অফিসগুলিতে পানীয় জল সরবরাহের পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছিলেন মেয়র । ঠিক সেই সময় মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা । পরিস্থিতি খারাপ হলে তা নিয়ন্ত্রণ করতে নামে পুলিশ । মেয়র গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে উঠতে যান । সেইসময় মেয়রকে বিক্ষোভকারীদের থেকে সরাতে উপস্থিত হন ডেপুটি মেয়র । আর ডেপুটি মেয়র বিক্ষোভস্থলে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা । শুরু হয় চোর চোর স্লোগান । চোর স্লোগান শুনে ক্ষেপে যান ডেপুটি মেয়র-সহ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররা । এতে দু'পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি । এতে পরিস্থিতি আরও খারাপ হয় । এরপর পুলিশবাহিনী পৌঁছে আন্দোলনকারীদের সরালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।