আসানসোল, 4 জুলাই: এনকাউন্টার করে দিতে পারে সিআইডি ৷ এমনটাই ভয় পাচ্ছেন গ্যাংস্টার সুবোধ সিং ৷ বুধবার দিনভর নানা টানাপোড়েনের পর এই গ্যাংস্টারকে নিজেদের হেফাজতে পায় সিআইডি । আসানসোলের সিজেএম আদালতের বিচারক সুবোধ সিংকে 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন । তার পর আদালত থেকে বের হওয়ার পথে এনকাউন্টার সংক্রান্ত আশঙ্কা প্রকাশ করেন তিনি ৷
রাজ্যে রাজ্যে সোনার দোকানে ডাকাতির মাস্টারমাইন্ড ও সুপারি কিলার বলে পরিচিত সুবোধ সিংকে গত 30 জুন নিয়ে আসা হয় আসানসোলে । বিহারের বেউর জেলে ছিলেন তিনি । সেখান থেকে সিআইডি ট্রানজিট রিমান্ডে নিয়ে গত রবিবার আসানসোলে নিয়ে আসে সুবোধকে । তাঁকে আসানসোল সিজেএম কোর্টে তোলা হয় ।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, রানিগঞ্জে সোনা ব্যবসায়ী সুন্দর ভালোটিয়ার বাড়িতে ডাকাতি ও অপহরণের মামলাতেই সুবোধকে নিয়ে আসা হয় আসানসোলে । তবে এ রাজ্যে তাঁর বিরুদ্ধে অভিযোগের পাহাড় রয়েছে । একে একে সব মামলাতেই তাঁকে হেফাজতে নেওয়া হতে পারে । রবিবার যেহেতু সিজেএম আদালতের বিচারক ছিলেন না । তাই তাঁকে স্পেশাল কোর্টে তোলা হয় । একদিনের জন্য তাঁকে আসানসোল সংশোধনাগারে পাঠানো হয় । এরপর সোমবার সুবোধ সিংকে অতিরিক্ত জেলা দায়রা আদালতে তোলা হয় । কিন্তু সেদিন আইনজীবীদের কর্মবিরতি থাকায় শুনানি হয়নি । পুনরায় সংশোধনাগারে যান সুবোধ ।