ভাঙড়, 27 অক্টোবর: দম্পতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হল দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের চন্দনেশ্বরে ৷ ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ তুলেছে পরিবার । বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হয় স্ত্রীর অর্ধনগ্ন দেহ । মৃতদের নাম মোশারফ পিয়াদা (50) এবং শাহানারা বিবি (46) ৷ কে বা কারা কীভাবে এই ঘটনা ঘটাল, সেই প্রশ্নই ঘোরাফেরা করছে স্থানীয় বাসিন্দাদের মনে । চন্দনেশ্বর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ সূত্রে খবর, চন্দনেশ্বর থানার আধিকারিকরা গোটা ব্যাপারটা খতিয়ে দেখছেন । ইতিমধ্যে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, মৃত ব্যক্তি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন । তাঁর 12 বছরের ছেলের দাবি, সকালে ঘুম থেকে উঠে মা-বাবার দেহ দেখতে পায় সে । ঘরের মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তার বাবা ৷ বাড়ি থেকে কিছুটা দূরে অর্ধনগ্ন অবস্থায় মায়ের দেহ পাওয়া যায় ৷ বাড়ির দরজার ছিটকিনি ভাঙা ছিল বলেও জানিয়েছে ছেলে ।