কোচবিহার, 2 অগস্ট: ইউটিউব চ্যানেল এবং ভুয়ো ওয়েবসাইট তৈরি করে টাকা তোলা হত ৷ বিভিন্ন কাজের বা কোর্স করানোর টোপ দিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলছিল দুই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে জালিয়াতি কারবার ফাঁস করল পুলিশ ৷
লক্ষ টাকা প্রতারণা, গ্রেফতার 2 (ইটিভি ভারত) বৃহস্পতিবার গভীর রাতে দিনহাটা থানা এলাকার গোসানিমারি গ্রাম পঞ্চায়েতের দড়িয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে সাইবার জালিয়াতি কল সেন্টারের পর্দা ফাঁস করল পুলিশ। ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন রাজেশ রায় ও সুজন মণ্ডল। তারা ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি ল্যাপটপ ও কয়েকটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। শুক্রবার ধৃতদের কোচবিহার আদালতে পেশ করা হলে আদালত তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয়।
এরপরই এদিন বিকেলে কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মীনাকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, "ভুয়ো ওয়েবসাইট তৈরি করে তার মাধ্যমে ইউটিউব চ্যানেল তৈরি করা, কম্পিউটার লার্নিং-এর নামে দীর্ঘদিন ধরে তারা সাধারণ মানুষকে টোপ দিয়ে টাকা কামানোর এই চক্র চালাচ্ছিল ৷" পুলিশের দাবি, এই দুই যুবক মূলত তাদের থেকে শিখে নিতে পারবে কীভাবে ইউটিউব চ্যানেল খুলে টাকা আয় করতে পারবেন, এমনই টোপ মানুষকে দেওয়া হচ্ছিল ৷ তাদের এই প্রতারণার ছক দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে বলেও দাবি করেছে পুলিশ ৷
প্রতারিতদের মধ্যে এক ব্যক্তি সম্প্রতি সাইবার ক্রাইমে একটি মামলা করেন। তার ভিত্তিতেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকেই গ্রেফতার করে। এই চক্রে আরও বেশকয়েকজন জড়িত আছে বলেও জানতে পেরেছে পুলিশ। তাদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি আরও কারা এদের দ্বারা প্রতারিত হয়েছে সবটাই খতিয়ে দেখছে পুলিশ।