পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে আপত্তি শিক্ষা দফতরের, পাত্তা দিচ্ছে না কর্তৃপক্ষ - KNU Convocation Controversy - KNU CONVOCATION CONTROVERSY

Kazi Nazrul University Convocatio: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন নিয়ে রাজ্য শিক্ষা দফতরের আপত্তিতে তৈরি হয়েছে নয়া বিতর্ক ৷ যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছেন, রাজ্যপালের অনুমতি নিয়েই হবে সমাবর্তন অনুষ্ঠান ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 4:06 PM IST

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন

আসানসোল, 23 মার্চ:আগামী 27 মার্চ আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হতে চলেছে। এই সমাবর্তনে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই সাজো সাজো রব কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে। কিন্তু তার আগেই রাজ্য শিক্ষা দফতরের চিঠিকে কেন্দ্র করে কালো মেঘ ঘনীভূত হয়েছে এই অনুষ্ঠান ঘিরে। রাজ্য শিক্ষা দফতর এই অনুষ্ঠানকে ঘিরে তাদের তীব্র অনিচ্ছাপ্রকাশ করেছে। যদিও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশীষ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ছাত্র-ছাত্রীদের আবেগের কথা মাথায় রেখে তারা এই সমাবর্তন অনুষ্ঠান করবেন।

গত প্রায় ছয় বছর ধরে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান হয়নি। 2018 সালে শেষবার কনভোকেশন অনুষ্ঠিত হয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশীষ বন্দ্যোপাধ্যায় জানান, 2018 সালের পর কোভিডের কারণে দুই বছর সমাবর্তন করা যায়নি। এরপরে আরও বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন অনুষ্ঠিত হয়নি। এবার সেই শুভক্ষণ সামনে এসেছে ৷ ছাত্র-ছাত্রীদের স্নাতক স্তরের এবং স্নাতকোত্তর ডিগ্রি, শংসাপত্র, স্মারক এবং সম্মান প্রদানের ক্ষেত্রেও ছাত্র-ছাত্রীদের মধ্যে আবেগ তৈরি হয়েছে। অনলাইন পোর্টাল খোলার দিনেই ছাত্র-ছাত্রীরা সকলেই আবেদন করে ফেলেছে ইতিমধ্যেই। চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।

অন্যদিকে, এই প্রস্তুতির মাঝে শুক্রবার রাজ্যের শিক্ষা দফতর থেকে একটি চিঠি এসে পৌঁছেছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে। সেই চিঠিতে এই কনভোকেশন অনুষ্ঠান নিয়ে শিক্ষা দফতরের অনিচ্ছা প্রকাশ করা হয়েছে। রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে চিঠিতে জানানো হয়েছে, একদিকে যখন বিশ্ববিদ্যালয়ের কোনও স্থায়ী উপাচার্য নেই, অন্যদিকে ওই তারিখেই কোর্ট মিটিং রয়েছে ৷ সেক্ষেত্রে কনভোকেশনের ক্ষেত্রে সম্মতি দেওয়া সম্ভব নয় ৷ পাশাপাশি যেহেতু ভোট সামনে, সেহেতু মডেল কোড অফ কন্ডাক্টকেও সামনে নিয়ে এসে অনুষ্ঠান নিয়ে অনিচ্ছা প্রকাশ করা হয়েছে শিক্ষা দফতরের তরফে।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশীষ বন্দ্যোপাধ্যায় চিঠি সম্পর্কে বলেন, "চিঠি আমরা পেয়েছি এটুকুই যা। এর বেশি কিছু আমি বলতে পারব না। তবে ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে এবং রাজ্যপালের নির্দেশ মতো আমরা এই সমাবর্তন করছি।" একদিকে রাজ্য শিক্ষা দফতরের অনীহা, অন্যদিকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছেন ছাত্র-ছাত্রীদের আবেগের কথা। 27 মার্চ রাজ্যপাল আসবেন আসানসোল কাজী নজরুল নজরুল বিশ্ববিদ্যালয়ে। অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। এখন দেখার আদৌ এই সমাবর্তন অনুষ্ঠান হয় কি না।

আরও পড়ুন:

  1. সিবিআই ব়্যাডারে মহুয়া মৈত্রের বাবা, আলিপুরের আবাসনে চলছে তল্লাশি
  2. পুরোহিত সার্টিফিকেট দিলেই নাগরিকত্ব পাবেন শরণার্থীরা, মন্তব্য শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details