কলকাতা, 27 অক্টোবর: আরজিকর কান্ডকে কেন্দ্র করে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের নিয়ে গঠন হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স’ ফ্রন্ট। অন্যদিকে, এরই প্রতিদ্বন্দ্বী আরেকটি চিকিৎসক সংগঠন আত্মপ্রকাশ করেছে শনিবার ৷ ডাক্তারদের নতুন সংগঠনের নাম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স’ অ্যাসোসিয়েশন ৷ ঘটনাচক্রে, রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচারে অভিযুক্তদের অনেকেই রয়েছেন জুনিয়র চিকিৎসকদের নতুন এই সংগঠনে ৷ শনিবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স’ অ্যাসোসিয়েশন একটি বৈঠকও করেছে ৷ তার পরই প্রকাশ্যে এসেছে নতুন সংগঠনের সদস্যদের কয়েকটি ছবি-ভিডিয়ো, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
বিতর্কিত ওই ছবিতে আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে দেখা যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের নতুন সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স’ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শ্রীশ চক্রবর্তী, হাসপাতালে থ্রেট কালচারের অন্যতম অভিযুক্ত অভীক দে-কে ৷ যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
ছবি এবং ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রাক্তনীদের ঘরের সামনে তালা দিয়ে দাঁড়িয়ে নির্জন বাগচী, শ্রীশ চক্রবর্তী। ওই ছবির প্রসঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজের এক প্রাক্তনী তাপস প্রামাণিক বলেন, "2023 সালে আচমকাই সন্দীপ ঘোষ প্রাক্তনীদের ঘরে তালা দিয়ে দেন। সেই দায়িত্ব তিনি দিয়েছিলেন নির্জন বাগচী, আশিস পান্ডে, শ্রীশ চক্রবর্তীদের। তাঁরা তালা দিয়ে প্লাস্টার অফ প্যারিস করে দেয় প্রাক্তনীদের ঘরে। এটা করার কোনও অধিকার ওদের নেই। এই শ্রীশ চক্রবর্তী, নির্জন বাগচীর সামনে আমাদের প্রাক্তনী চিকিৎসক আলপনা দে হাতজোড় করে অনুরোধ করেছিলেন। তার পরেও কিছুই হয়নি।"