পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তর থেকে দক্ষিণ, কলকাতার একাধিক কালীপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

সোমবার কলকাতা পাঁচটি কালীপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ উদ্বোধন শুরু করবেন গিরীশ পার্কের ফাইভ স্টার ক্লাব দিয়ে।

MAMATA BANERJEE KALI PUJA
কালীপুজো উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্য়ায় (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2024, 7:11 AM IST

কলকাতা, 28 অক্টোবর: দুর্গাপুজো শেষ, দরজায় কড়া নাড়ছে কালীপুজো। প্রতিবছর দুর্গাপুজার মতোই কালীপুজোরও একাধিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আজ, সোমবার কলকাতার উত্তর থেকে দক্ষিণে একাধিক পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ৷ সেই সঙ্গে অন্যান্য জেলারও বেশ কয়েকটি কালীপুজোর উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, এ বছর মুখ্যমন্ত্রী কালীপুজোর উদ্বোধন শুরু করবেন গিরীশ পার্কের ফাইভ স্টার ক্লাব দিয়ে। সেখান থেকে তিনি সরাসরি চলে যাবেন জানবাজারে। এরপর মুখ্যমন্ত্রীর গন্তব্য হবে ইউথ ফ্রেন্ডস ক্লাব। সবশেষে ভবানীপুর ও কালীঘাটের দুটি পুজো দিয়ে কালীপুজোর উদ্বোধন এদিনের মতো শেষ করবেন তিনি। জানা গিয়েছে, ভবানীপুরে মুখ্যমন্ত্রী যাবেন ভবানীপুর ইন্ডিয়া ক্লাব এবং কালীঘাটে মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন কালীঘাট ভেনাস ক্লাবের পুজোর।

প্রসঙ্গত, দুর্গাপুজোয় কলকাতা এবং জেলা মিলিয়ে 500টিরও বেশি পুজোর উদ্বোধন করলেও কালীপুজোয় মুখ্যমন্ত্রী হাতে গোনা কয়েকটি পুজোরই উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রীর নিজের বাড়িতে কালীপুজো হয় ৷ সে ক্ষেত্রে তার যাবতীয় প্রস্তুতিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই করে থাকেন। তবে জানবাজারের পুজোয় দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী আসেন ৷ সেখানে তৃণমূলের বিধায়কের পুজোয় উপস্থিত থাকেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়-সহ শাসক শিবিরের বহু নেতা-নেত্রীরা।

একইভাবে গত কয়েক বছর ধরেই কালীঘাট ভেনাস ক্লাবের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে। এই সব কালীপুজো উদ্বোধন করে তিনি শ্যামাপুজো ও দিওয়ালির শুভেচ্ছা রাজ্যবাসীকে জানাবেন বলেও তৃণমূল সূত্রে খবর। একই সঙ্গে, এই উদ্বোধনের মঞ্চ থেকেই উৎসবের মরশুমে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার দিকেও লক্ষ্য রেখে সতর্কবার্তা দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

ABOUT THE AUTHOR

...view details