পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লক্ষ্মীর ভাণ্ডার প্রতিমাসে বাংলাই দেয়, মহারাষ্ট্রে মিথ্যে প্রচার করছে ! বিজেপিকে তোপ মমতার

শাসক মহাযুতি জোটের বড় শরিক বিজেপি ভোটে জিতলে মহিলাদের 2100 টাকা করে মাসিক ভাতার প্রতিশ্রুতি দিয়েছে ৷ সেই নিয়ে এবার কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷

CM Mamata Banerjee
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মহারাষ্ট্র সরকারকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2024, 5:55 PM IST

শিলিগুড়ি, 11 নভেম্বর: বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ন্যায় মহিলাদের আর্থিক ভাতা নিয়ে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে মিথ্যা প্রচার করছে শিন্ডে সরকার ৷ উত্তরবঙ্গ সফরে গিয়ে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তিনি বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে এ দিন বলেন, "সম্পূর্ণটা মিথ্যা । আমি খোঁজ নিয়েছি । 1200 টাকা করে দু'মাস দিয়েছে । কবে বন্ধ করে দেবে ঠিক নেই । আমরা শুরু থেকেই 1000 টাকা করে দিয়ে এসেছি । আবার সেই টাকার অঙ্কও বাড়িয়েছি ।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

মহারাষ্ট্রে 20 নভেম্বর বিধানসভা নির্বাচন ৷ তার আগে রবিবার ইস্তেহার প্রকাশ করেছে শাসক ও বিরোধী দলগুলি ৷ এনডিএ তথা শাসক মহাযুতি জোটের বড় শরিক বিজেপি ভোটে জিতলে রাজ্যের মহিলাদের 2100 টাকা করে মাসিক ভাতার প্রতিশ্রুতি দিয়েছে ৷ মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী শিন্ডের সরকার আগেই বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে রাজ্যে 'মাঝি লাডকি বহিন' যোজনা চালু করেছে ৷ মহাযুতি জোট জিতলে সেই প্রকল্পের টাকাই এবার 1500 টাকা থেকে বাড়িয়ে 2100 টাকা করার ঘোষণা করা হয়েছে ৷ সেই নিয়ে এবার কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে মহারাষ্ট্রের শাসক জোট ৷

উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

সোমবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী । আর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপনির্বাচন নিয়ে মন্তব্য করেন তিনি । পশ্চিমবঙ্গের ছ'টি বিধানসভা উপনির্বাচনে জোড়াফুলকে সমর্থনের আর্জি জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আলিপুরদুয়ারে একটি আসনও গত বিধানসভা নির্বাচনে পায়নি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । আর সেই আক্ষেপের সুরও এ দিন শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায় ।

পাহাড়বাসীর থেকে উপহার নেন মুখ্যমন্ত্রী (নিজস্ব ছবি)

এ দিন তাঁর সঙ্গে উত্তরবঙ্গ সফরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, উদয়ন গুহ-সহ অন্যান্যরা । বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নেমেছিল পাহাড়বাসীর ঢল । পাহাড়ের বিভিন্ন উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান । বিমানবন্দরে পাহাড়বাসীর থেকে উপহারও নেন মুখ্যমন্ত্রী । এরপর সেখান থেকে সড়কপথে কার্শিয়াংয়ের রিচমন্ড হিলের উদ্দেশে রওনা দেন তিনি । মঙ্গলবার জিটিএ'র প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনিক বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী । পরের দিন অর্থাৎ বুধবার দার্জিলিংয়ের মলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সরস মেলার উদ্বোধন করবেন তিনি ।

বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

এ দিন মুখ্যমন্ত্রী বলেন, "আমার পাহাড়ে আরও আগে আসার কথা ছিল । কিন্তু পুজোর কারণে আসা হয়নি । এবার এসেছি । উত্তরবঙ্গে দুটো আসন সিতাই আর মাদারিহাটে উপনির্বাচন রয়েছে । আলিপুরদুয়ারে এর আগে আমরা একটা আসনও পায়নি । আমি চাই মানুষ এবার জোড়াফুলকে সমর্থন করুক । দক্ষিণবঙ্গেও আরও চারটি আসনে উপনির্বাচন হবে । আমি চাই সবাই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুক । কারণ জনতার যত দুঃখ কষ্ট আছে সব ক্ষেত্রে আমরা সাহায্য করেছি । আর আমরা তা করতে থাকব ।"

ABOUT THE AUTHOR

...view details