কলকাতা, 13 জুলাই: রাজ্যে চারটি বিধানসভা উপনির্বাচনে আবারও সবুজ ঝড় ৷ শনিবারই মুম্বই থেকে কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের এই জয়ের জন্য তিনি আমজনতাকে কৃতজ্ঞতা জানান ৷ গত 10 জুলাই মানিকতলা, রানাঘাট, বাগদা, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট হয় ৷ এদিন ফলাফলে জানা যায়, চারটিতেই তৃণমূল প্রার্থীরাই জয়ী হয়েছে ৷ তবে লোকসভা ও বিধানসভা নির্বাচনের জয় 21 জুলাইয়ে শহিদদের প্রতি উৎসর্গ করা হবে, ঘোষণা করলেন তৃণমূল নেত্রী ৷
লোকসভার পর বিধানসভা উপ-নির্বাচনেও ধরাশায়ী বিজেপি ৷ এই জয় নিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ ভোট জিতেছে ৷ বিজেপি এজেন্সিকে রুখে দিয়েছে ৷ বিজেপি পর্যদুস্ত হয়েছে ৷ দু'টি রাজ্যে ক্ষমতায় আছে, সেখানেই জিতেছে ৷ এটা বোঝা যাচ্ছে গোটা দেশের মানুষই বিজেপিকে পছন্দ করছে না ।"
রাজ্যে তৃণমূলের জয় প্রসঙ্গে মমতা বলেন, "মানিকতলাটা আমাদের ছিল ৷ গত দু'বছর মামলা করে এই ভোটটা করতে দেওয়া হয়নি ৷ সুপ্তির জেতাটাও খুব ভালো জয় ৷" রায়গঞ্জ থেকে জয়ী হয়েছেন তৃণমূলের কৃষ্ণ কল্যাণী ৷ এদিকে মে-জুন মাসে হওয়া লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হন ৷ সেই পরাজয় নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, "আমরা জানতাম সিটটা তিনি (কৃষ্ণ কল্যাণী) জিতবেন ৷ কিন্তু বিজেপি কংগ্রেসকে টাকা দিয়ে ভোট ভাগ করে বিভাজনের রাজনীতি করে আসনটায় হারিয়েছিল ৷"