ফরাক্কা, 1 মে: প্রচারমঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে ইভিএম ইস্যুকে হাতিয়ার করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার মুর্শিদাবাদের ফরাক্কায় বল্লালপুর কিষাণ মাণ্ডিতে ইভিএম নিয়ে প্রশ্ন তুললেন তিনি ৷ সম্প্রতি সুপ্রিম কোর্টে ইভিএম মেশিন নিয়ে যে মামলা করা হয়েছিল, তা খারিজ হয়েছে ৷ 100 শতাংশ ব্যালট পেপারে ফিরে যাওয়ার আবেদন নাকচ করেছে শীর্ষ আদালত ৷ ইতিমধ্যে 19 ও 26 এপ্রিল দেশে দু'দফার নির্বাচন মিটেছে ৷ বাকি আরও 5 দফা ৷
প্রথম দু'দফায় নির্বাচন কমিশন বিজেপির ভোট বৃদ্ধি করেছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী ৷ ইভিএম নিয়ে মমতা বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন, "যেদিন প্রথম দফার, দ্বিতীয় দফার নির্বাচন শেষ হল, কমিশনের সূত্র ধরে সব মিডিয়া লিখেছে, কোথায় কত শতাংশ ভোট পড়েছে, কোথায় ভোটের ড্রপআউট হয়েছে ৷ নির্বাচন কমিশন বিজেপির ভোট শতাংশ বাড়িয়ে দিয়েছে ৷" তিনি আরও বলেন, "19 লক্ষ ইভিএম মেশিন পাওয়া যাচ্ছে না ৷ আমি নির্বাচন কমিশনকে বলব, বিজেপির কমিশন হয়ে লাভ নেই ৷ ভারতের জনগণ কমিশনকে নিরপেক্ষ হিসেবে দেখতে চায় ৷ ইভিএম মেশিন কারা তৈরি করেছে, কারা চিপ তৈরি করেছে ?"
এদিন বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল করার কথাও বলেন তিনি ৷ গঙ্গা ভাঙন নিয়ে মমতার বার্তা, "কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি ৷ কিন্তু আমরা 230 কোটি টাকা দিয়েছি ৷ 439 কোটি টাকার কান্দি মাস্টার প্ল্যান আমরা সম্পূর্ণ করে দিয়েছি ৷ মুর্শিদাবাদ ও মালদায় ঢেলে উন্নয়ন হচ্ছে ৷"
প্রতিটি জনসভার মতো এদিনও মমতা বন্দ্য়োপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলোধনা করেন ৷ তিনি বিজেপির বিজ্ঞাপনকে কটাক্ষ করে বলেন, "মোদিবাবু রোজ বিবৃতি দিচ্ছে ৷ বিজ্ঞাপন দিচ্ছে ৷ ওই টাকা পেলে 100 দিনের কাজের লোকেরা মাইনে পেত ৷ কত আর প্রচার করবেন, সকালে ঘুম থেকে উঠে মোদির মুখ ৷ দুপুরে ঘুম থেকে উঠে মোদির মুখ ৷ খেতে খেতে মোদির মুখ ৷ রান্না করতে গেলেও ভেসে ওঠে মোদির মুখ ৷ রাত্তিরে ঘুমোতে যাবেন মোদির মুখ ৷ উনি চার্লিবাবু হয়ে মোদির গ্যারান্টি! দূরদর্শনকেও পর্যন্ত নিজের দর্শন বানিয়ে দিয়েছে ৷ বলছে মাছ খাবে না, মাংস খাবে না ৷ ডিম খাবে না ৷ সবাই বার্লি খেয়ে থাকবে ৷" মোদির প্রতিটি কথাই মিথ্যা বলে উপস্থিত এলাকাবাসীকে সতর্ক করে বলেন "কী লোক ভাই, এত মিথ্যা কথা বলে ৷"
তৃণমূল নেত্রী এদিন মোদিকে 'টেলিপ্রম্পটার নেতা' বলে কটাক্ষ করেন ৷ রাজ্যে নিয়োগ দুর্নীতিতে প্রায় 26 হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর চাকরি যাওয়া নিয়েও মমতা বলেন, "চাকরিখেকো ভাজপা, 26 হাজার চাকরি খেয়ে নিয়েছে ৷ আমার কাছে 10 লক্ষ চাকরি আছে ৷ ওরা কোনও না কোনও এজেন্সিকে দিয়ে মিথ্যা মামলা করবে ৷ ওরা বাধা দিচ্ছে ৷ ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই ৷"
7 মে রাজ্যে মুর্শিদাবাদের দু'টি কেন্দ্র মুর্শিদাবাদ ও জঙ্গিপুর এবং মালদার মালদা উত্তর ও দক্ষিণ- চারটি কেন্দ্রে ভোট ৷ তার মধ্যে মালদা দক্ষিণের প্রার্থী শাহনাওয়াজ আলি রায়হানের সমর্থনে আজ প্রচার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিনও নেত্রী আক্ষেপ করে বলেন, "আমরা কাজ করি ৷ আর প্রতিবার মালদার দু'টি লোকসভা আসন কংগ্রেস ও বিজেপি ভাগ করে নিয়ে যায় ৷" মালদা দক্ষিণ কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি ৷ অন্যদিকে মালদা উত্তর লোকসভা কেন্দ্রটি গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপির খগেন মুর্মু ৷
আরও পড়ুন:
- 'গরু চড়াও গে', রেগে গিয়ে দলীয় কর্মীদের নিদান দিলীপের
- শ্রমিকরাই সমাজের সম্পদ, মে দিবসের শুভেচ্ছা মমতা-শাহের
- 41 ডিগ্রি উপেক্ষা করে দুই প্রার্থীকে নিয়ে মালদায় চার কিমি হাঁটলেন মমতা