কলকাতা,11 মার্চ: "আগেও লড়েছি, এবারেও লড়বো ৷ বিষয়টা ফ্রিডম অ্যাট মিডনাইট নয় ,মাঝরাতে সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি হলে তা চিন্তার ৷ দেশবাসীকে ফের বিপদে ফেলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷" ঠিক এভাবেই কেন্দ্রের সিএএ বিজ্ঞপ্তি জারির খবর নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
লোকসভা ভোটের আগেই সিএএ বিজ্ঞপ্তি জারির খবর ৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে, এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পরিস্থিতি বিভিন্ন মহলে ৷ মমতার কথায় তিনি এই বিষয়ে তাঁর প্রাথমিক প্রতিক্রিয়া জানাতে সময় নষ্ট করতে চাননি ৷ তাই নবান্নেই সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর প্রথম কথা,সিএএ আইন পাশ হয়েছে আগেই , অথচ বিজ্ঞপ্তি জারি করতে চার বছর সময় নিল মোদির সরকার ৷ ঠিক লোকসভা ভোটের মুখে কেন সিএএ জারির হিড়িক, এই প্রশ্ন তুলে মমতার সরাসরি তোপ, "মানুষের ধর্ম, অর্থে, বাঁচার অধিকারে বৈষম্য এলে রেয়াত করবে না তৃণমূল কংগ্রেস ৷ "