পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিধানসভায় অখিলের সঙ্গে দেখাই করলেন না মুখ্যমন্ত্রী - Mamata Banerjee Avoids Akhil Giri - MAMATA BANERJEE AVOIDS AKHIL GIRI

Mamata Banerjee Avoids Akhil Giri: বিধানসভায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে ৷ কিন্তু, মমতার সাক্ষাৎ পেলেন না মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা অখিল গিরি ৷ বন দফতরের মহিলা আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় তাঁকে মন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে নির্দেশ দেয় তৃণমূল ৷

Mamata Banerjee Avoids Akhil Giri
অখিল গিরির সঙ্গে দেখা করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 5, 2024, 2:26 PM IST

Updated : Aug 5, 2024, 2:51 PM IST

কলকাতা, 5 অগস্ট: দলের নির্দেশে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন অখিল গিরি ৷ আজ বিধানসভায় এসে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে গিয়েছেন তিনি ৷ কিন্তু, মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারলেন না রামনগরের বিধায়ক ৷ আজ বিধানসভায় পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার আর্জি জানান তিনি ৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করতে চাননি ৷

গত শুক্রবার তাজপুর সৈকতের ধারে বেআইনি হকার উচ্ছেদের ঘটনায় মহিলা ফরেস্ট অফিসারকে গালাগালি ও লাঠিপেটা করার হুমকি দিয়েছিলেন অখিল গিরি ৷ যে ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি ৷ বিরোধীরা শাসকদল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাপ বাড়াতে শুরু করে ৷ দাবি ওঠে নয় মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন ৷ তা না হলে, অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হোক ৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অখিল গিরিকে না সরালেও, তৃণমূলের তরফে তাঁকে মন্ত্রিত্ব ছাড়তে বলা হয় ৷ তা না হলে, দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ৷

চাপের মুখে রবিরাই অখিল গিরি জানিয়েছিলেন, তিনি আজ মন্ত্রী পদে ইস্তফা দেবেন ৷ কিন্তু, মহিলা ফরেস্ট অফিসারের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার যে নির্দেশ তৃণমূলের তরফে দেওয়া হয়েছিল, তা মানেননি অখিল ৷ স্পষ্ট জানিয়ে দেন তিনি কোনও মতে ক্ষমা চাইবেন না ৷ অখিল গিরির এই আচরণ মমতা যে ভালোভাবে নেননি ৷ তা আজ স্পষ্ট বোঝা গেল ৷ সূত্রের খবর, দলীয় বিধায়কের উপর তিনি এতটাই ক্ষুব্ধ, যে তাঁর দেখা করার প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দিয়েছেন মমতা ৷

মুখ্যমন্ত্রী দেখা করবেন না জানিয়ে দেওয়ার পর, আর বিধানসভার ভিতরে ঢোকেননি অখিল গিরি ৷ বিধানসভার সচিবালয়ে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি বিধানসভা থেকে বেরিয়ে যান ৷ তবে, এখন দেখার অখিল গিরির এই আচরণের জেরে তৃণমূলের তরফে কোনও পদক্ষেপ করা হয় কিনা !

Last Updated : Aug 5, 2024, 2:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details