কলকাতা, 5 অগস্ট: দলের নির্দেশে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন অখিল গিরি ৷ আজ বিধানসভায় এসে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে গিয়েছেন তিনি ৷ কিন্তু, মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারলেন না রামনগরের বিধায়ক ৷ আজ বিধানসভায় পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার আর্জি জানান তিনি ৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করতে চাননি ৷
গত শুক্রবার তাজপুর সৈকতের ধারে বেআইনি হকার উচ্ছেদের ঘটনায় মহিলা ফরেস্ট অফিসারকে গালাগালি ও লাঠিপেটা করার হুমকি দিয়েছিলেন অখিল গিরি ৷ যে ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি ৷ বিরোধীরা শাসকদল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাপ বাড়াতে শুরু করে ৷ দাবি ওঠে নয় মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন ৷ তা না হলে, অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হোক ৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অখিল গিরিকে না সরালেও, তৃণমূলের তরফে তাঁকে মন্ত্রিত্ব ছাড়তে বলা হয় ৷ তা না হলে, দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ৷