সুন্দরবন, 29 মে:সরজমিনে ঘূর্ণিঝড় রেমাল-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার আকাশপথে হেলিকপ্টারে করে দক্ষিণ 24 পরগনার নামখানা, সাগর, গোসাবা, বাসন্তী, ক্যানিং, ঝড়খালি-সহ বিস্তীর্ণ ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন তিনি ৷ সোমবারই বিধস্ত এলাকাগুলি পরিদর্শন করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তবে খারাপ আবহাওয়া বাঁধ সাধে ৷ কিন্তু, তিনি কথা দিয়েছিলেন বুধবার আকাশপথে ঝড়ে বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন ৷ সেই কথা রাখলেন মমতা ৷ আজ দুপুরে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভার পরে দক্ষিণ 24 পরগনার একাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলি আকাশপথে পরিদর্শন করলেন তিনি । আগেই ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে থাকার পাশাপাশি সবরকম সরকারি সাহায্য দেওয়ার আশ্বাসও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
রবিবার রাত থেকে ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালিয়েছে দক্ষিণ 24 পরগনায় ৷ এর জেরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে সুন্দরবনের একাধিক উপকূলবর্তী এলাকা ৷ উপড়ে পড়েছে গাছ, ভেঙে গিয়েছে নদী বাঁধ ৷ প্রাণহানির ঘটনাও ঘটেছে ৷ এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রশাসনের উপর ভরসা রাখতে ৷ প্রশাসনের তরফ থেকে সব ধরনের সাহায্য এবং ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি ৷ এরপর মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার এই বিষয়ে ফোনে কথাও হয় ৷ মুখ্যমন্ত্রী তাঁর কাছ থেকে ঘূর্ণিঝড় বিধ্বস্ত বিভিন্ন এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ ঠিকমতো হচ্ছে কি না তার খোঁজ নেন ৷ উদ্ধারকার্য নিয়েও খবর নেন তিনি ৷ পাশাপাশি, রাজনৈতিক রং না দেখে সরকারি সাহায্য দুর্গতদের সকলের মধ্যে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন মমতা ৷