কলকাতা, 9 এপ্রিল:বিগত কয়েকদিন টানা উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে প্রচার করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মাঝে কয়েক দিনের বিরতিতে ইদ এবং বাংলা নববর্ষের পর দ্বিতীয় দফার উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী। কিন্তু এসবের মাঝেই মঙ্গলবার নিজের বিধানসভা এলাকায় একটি ইফতার মজলিসে যোগ দেন মুখ্যমন্ত্রী।
প্রত্যেক বছর কলকাতার পার্ক সার্কাসে পৌরনিগম আয়োজিত ইফতার মজলিসে যোগ দেন মুখ্যমন্ত্রী। এবার নির্বাচনী বিধি থাকার কারণে পৌরনিগমের তরফ থেকে সেই আয়োজন সম্ভব হয়নি ৷ তার বদলে অন্য একটি সংস্থা এবার পার্ক সার্কাসে ইফতারের আয়োজন করেছিল। সেখানেও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এরপর মঙ্গলবার দ্বিতীয়বার কোনও ইফতারে উপস্থিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিধানসভা ক্ষেত্রের মধ্যেই খিদিরপুরের নবাব আলি পার্কে এই ইফতার আয়োজন করা হয়েছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন সপরিবারে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার বিদায় সংসদ তথা তৃণমূল প্রার্থী মালা রায় ছিলেন, দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দেবাশীষ কুমার, সুব্রত বক্সী প্রমূখ।