পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মন্ত্রিসভার বৈঠকে উঠল শাহজাহান থেকে অভিজিৎ প্রসঙ্গ, আমল দিলেন না মমতা - Mamata Banerjee

WB State Cabinet Meeting: সন্দেশখালির শেখ শাহজাহান কিংবা অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ রাজ্য-রাজনীতিতে এই দুই নাম এখন 'হট-কেক' ৷ বুধে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তাই স্বাভাবিকভাবেই উঠে এল এই দুই নাম ৷ যদিও প্রসঙ্গদু'টি বৈঠকে সুকৌশলে এড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 6:53 AM IST

কলকাতা, 7 মার্চ: রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও উঠে এল শেখ শাহজাহান প্রসঙ্গ ৷ একইসঙ্গে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথাও উঠেছে মন্ত্রিসভার বৈঠকে ৷ যদিও দুই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অভিমত প্রকাশ্যে আসেনি।

বুধবার রাতেই শেখ শাহজাহানকে নিজেদের হেফজতে নিয়েছে সিবিআই ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এদিন বিকেলেই ভবানী ভবনে পৌঁছে যায় সিবিআইয়ের টিম ৷ দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাতে শাহজাহানকে নিয়ে ভবানী ভবন থেকে বেরিয়ে যান সিবিআইয়ের আধিকারিকরা ৷ এদিন সেই বিষয়টি উঠে আসে মন্ত্রিসভার বৈঠকে ৷ নবান্ন সূত্রে খবর, হাইকোর্টের প্রাক্তন বিচারপতির প্রসঙ্গটি এড়িয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী। কিন্তু শাহজাহান প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর অবস্থান সম্পর্কে কোনও তথ্য মেলেনি ৷ সরাসরি কেউ এই নিয়ে মুখও খোলেননি। তবে সূত্র মারফত যতটুক জানা যাচ্ছে, এদিন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক শেখ শাহজাহানের বিষয় নিয়ে আলোচনার ফাঁকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ অবতারণা করেছিলেন। কিন্তু তাতে সেভাবে আমল দিতে চাননি মুখ্যমন্ত্রী।

ঠিক কী ঘটেছে ক্যাবিনেট বৈঠকে ? বিভিন্ন সূত্র থেকে যতটুকু জানা যাচ্ছে তাতে ঘটনাক্রম অনেকটা এরকম, বুধবার মন্ত্রিসভার বৈঠক চলাকালীন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক শেখ শাহজাহানের মামলার প্রসঙ্গ তোলেন। হাইকোর্ট শাহজাহানকে এদিনই সিবিআইয়ের হাতে তুলে দিতে বলেছে মুখ্যমন্ত্রীকে একথাও জানান তিনি। এই আলোচনা মধ্যেই মলয় ঘটক অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গটিও উত্থাপন করেন। আইনমন্ত্রী বলেন, "অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় কী করলেন দেখলেন তো..।" শুনে মুখ্যমন্ত্রী বলেন, "ছাড়ুন তো ওনার কথা।"

প্রসঙ্গত, বিচারপতির পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগদানের কথা ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই বিচারপতি পদ ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস তাঁকে আক্রমণও করেছেন। সমালোচনাও করতে দেখা গিয়েছে একাধিক নেতা-মন্ত্রীকে। তবে এদিন মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সামনে এসেছে. তাতে যে তিনি বিচারপতির পদক্ষেপকে সেভাবে আমল যে দিচ্ছেন না; তা আরও একবার সামনে এল।

আরও পড়ুন:

  1. দীর্ঘ টালবাহানার পর সিবিআই হেফাজতে শাহজাহান
  2. পদ্মে যোগ তাপসের,'দুর্ভাগ্যজনক' বললেন কুণাল

ABOUT THE AUTHOR

...view details