পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার নিউটাউনে, তদন্তে পুলিশ - Civic Volunteer

Civic Volunteer Hanging Body Recovered: নিউটাউনে নিজের ঘর থেকে সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ ঘটনার মৃতের শশুরবাড়ির লোককে কাঠগড়ায় তুলেছে যুবকের পরিবার ৷ তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

Civic Volunteer Hanging Body Recovered
সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 3:54 PM IST

সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার নিউটাউনে

নিউটাউন, 22 ফেব্রুয়ারি: বাড়ি থেকে সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নিউটাউনের হাতিয়ারায় । ইকোপার্ক থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম কৌশিক দেবনাথ (29) ৷ তাঁর পরিবারের অভিযোগ, শশুরবাড়ির পরিবার গালিগালাজ করত কৌশিককে ৷ এর থেকেই মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন যুবক । যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে ইকোপার্ক থানার পুলিশ ।

জানা গিয়েছে, লেকটাউন ট্রাফিকে কর্মরত সিভিক ভলেন্টিয়ার কৌশিক দেবনাথ ৷ গত এক বছর আগে নিউটাউন হাতিয়ারা হেলাবটতলা এলাকার মেয়েকে বিয়ে করেন তিনি । পরিবারের দাবি, বিয়ের পর থেকেই বিভিন্ন ধরনের দাবি-দাওয়া করতে থাকেন তাঁর স্ত্রী । যেমন কৌশিক দেবনাথকে দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিল যাতে তাঁর বাবা-মাকে ছেড়ে স্ত্রীর সঙ্গে অন্য কোথাও গিয়ে থাকেন তিনি । এই দাবি মেনে নেননি কৌশিক বলেই পরিবারের তরফে দাবি । এরপরই কৌশিকের স্ত্রী নিজের বাবা-মায়ের বাড়িতে চলে যান । তবে এরপরেও নিয়মিত ফোন করে কৌশিককে মানসিকভাবে চাপ সৃষ্টি করতেন স্ত্রী বলে অভিযোগ ৷ পাশাপাশি কৌশিকের মা-বাবাকেও ফোন করে গালিগালাজ দিয়েছেন বলে অভিযোগ । আর এই মানসিক অবসাদে বুধবার রাতে গলায় ফাঁস লাগিয়ে হাতিয়ারায় নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছেন কৌশিক বলে দাবি পরিবারের ।

যদিও মৃত্যুর পিছনে সঠিক কী কারণ রয়েছে, তার তদন্ত করছে ইকোপার্ক থানার পুলিশ । ইতিমধ্যে ইকোপার্ক থানার পুলিশ বাড়ি থেকে বাজেয়াপ্ত করেছে কৌশিকের ফোন ৷ ঘেটে দেখা হচ্ছে ফোনের থেকে কল রেকর্ডস ৷ এছাড়া কৌশিক ও তাঁর স্ত্রীর সঙ্গে সোশাল মিডিয়ার চ্যাট খতিয়ে দেখছে পুলিশ ৷ পুলিশ কৌশিকের শ্বশুরবাড়ির লোকজনকে থানায় ডেকে পাঠিয়েছে বলে খবর ৷

আরও পড়ুন:

  1. প্রেমিকাকে খুনের অভিযোগ, আত্মহত্যার চেষ্টা যুবকের; তদন্তে পুলিশ
  2. প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যা, বাড়ির মেঝেতেই দেহ পুঁতে দিল স্ত্রী !
  3. 36 তলা আবাসনের নীচ থেকে উদ্ধার মহিলার রক্তান্ত দেহ, আত্মহত্যা বলে অনুমান পুলিশের

ABOUT THE AUTHOR

...view details