কলকাতা, 28 অগস্ট: সুপ্রিম কোর্টের নির্দেশের পরই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিরপত্তার দায়িত্ব নিয়েছে সিআইএসএফ ৷ হাসপাতালের বিভিন্ন জায়গায় নিযুক্ত রয়েছেন দেড়শোর বেশি সিআইএসএফ জওয়ান ৷ হাসপাতালে নিরাপত্তার বিশেষ নজর দিতে এবার বডি ক্যামেরা ও জরুরিভিত্তিক একটি নম্বর ব্যবহার করা হচ্ছে ৷
সিআইএসএফের তরফে প্রায় 60টি 'বডি কেম' চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আরজি করে মোতায়েন রয়েছেন সিআইএসএফ জওয়ানরা ৷ 185 জন সিআইএসএফ জওয়ান শিফট অনুযায়ী মোতায়েন রয়েছেন আরজি কর হাসপাতালের বিভিন্ন প্রান্তে ৷ নিরাপত্তার দায়িত্ব নেওয়ার পরই হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গে একটি বৈঠক করেছিলেন সিআইএসএফের উচ্চপদস্থ কর্তারা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সিআইএসএফ-এর আইজি ও ডিআইজি ৷ পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে হাসপাতালের বিভিন্ন জায়গায় নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ ও সিআইএসএফ ৷ পরিস্থিতি মোকাবিলা করার জন্য কী কী প্রয়োজন, সেই কথাও বৈঠকে জানানো হয় ৷