কলকাতা, 1 নভেম্বর: আগামী তিনদিন নিয়ন্ত্রণ করা হবে চক্ররেল পরিষেবা ৷ কালীপুজোর নিরঞ্জন পর্বের জন্য শনিবার থেকে তিনদিন নিয়ন্ত্রণ করা হবে চক্ররেল পরিষেবা। পূর্ব রেলের পক্ষ থেকে শুক্রবার এমনটাই জানানো হয়েছে। মানে অন্য দিন যেভাবে চক্ররেল চলে এই তিনদিন সেভাবে চলবে না। নিরাপত্তার দিকটা মাথায় রেখে কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আবার কিছু ক্ষেত্রে ঘুরপথে চলবে চক্ররেল।
কালীপুজো শেষ হয়েছে ৷ আর আগামিকাল শনিবার থেকেই শহরের বারোয়ারি এবং বড় কালীপুজোগুলির বিসর্জন পর্ব শুরু হয়ে যাবে। পূর্ব রেল কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাজ্য প্রশাসনের আবেদনের ভিত্তিতে আগামী 2, 3 ও 4 নভেম্বর চক্ররেলের পরিষেবা নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চক্ররেল পরিষেবার 7টি ইএমইউ লোকাল (30322, 30128, 30324, 30346, 30312, 30314 ও 30122) কলকাতা স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। অন্যদিকে আরও 7টি ইএমইউ লোকাল (30145, 30121, 30333, 30331, 30311, 30111 ও 30313) কলকাতা স্টেশনে যাত্রা সংক্ষিপ্ত করবে। একটি ইএমইউ 30344 লোকাল বারাসাতে যাত্রা সংক্ষিপ্ত করবে। একটি ইএমইউ 30154 লোকাল শিয়ালদা উত্তর স্টেশনে যাত্রা শেষ করবে এবং ফের শিয়ালদা (নর্থ) স্টেশন থেকে ছাড়বে। এছাড়াও একটি ইএমইউ 30123 লোকাল শিয়ালদা স্টেশন থেকে যাত্রা শুরু করবে ৷
দুটি ইএমইউ লোকাল 30142 ও 30332 ঘুর পথে যাত্রা করবে। ট্রেন দুটি কাঁকুড়গাছি রোড জংশন, বালিগঞ্জ রুট হয়ে মাঝেরহাট পৌঁছবে। অন্যদিকে, আরও একটি ইএমইউ 30353 লোকাল মাঝেরহাট হয়ে গন্তব্যে পৌঁছবে। আর একটি ইএমইউ 30135 লোকাল বালিগঞ্জ হয়ে ঘুর পথে গন্তব্যে পৌঁছবে। চক্ররেল পরিষেবার আরও দুটি ইএমইউ 30511 ও 30711 লোকাল বালিগঞ্জ স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। এবং দুটি ইএমইউ 30712 ও 30552 বালিগঞ্জ স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
চক্ররেল পরিষেবার দুটি ইএমইউ 30342 ও 30112 বালিগঞ্জ স্টেশনের সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। আরও দুটি 30321 ও 30317 বালিগঞ্জ স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করে কাঁকুড়গাছি রোড হয়ে গন্তব্যে পৌঁছবে। এছাড়াও আরও নয়টি ইএমইউ লোকাল 30412, 30416, 30411, 30351, 31223, 30113, 30116 ও 31242 বাতিল করা হয়েছে। একটি শিয়ালদা বারুইপুর ইমু স্পেশাল সন্ধ্যে 7.10 মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে।