পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

4 কোটির দুর্নীতি ! নৈহাটিতে ভোটের ঠিক আগেই অর্জুন’কে তলব সিআইডি’র - CID SUMMONS ARJUN SINGH

ভাটপাড়া পুরসভায় 4 কোটির আর্থিক দুর্নীতি ৷ নৈহাটি উপ-নির্বাচনের আগের দিন তৎকালীন চেয়ারম্যান অর্জুন সিংকে ডেকে পাঠাল সিআইডি ।

WB CID Summons BJP Leader Arjun Singh
অর্জুন’কে তলব সিআইডি’র (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2024, 6:58 AM IST

কলকাতা, 5 নভেম্বর:নৈহাটি উপ-নির্বাচনের ঠিক আগের দিন অর্জুন সিংকে ডেকে পাঠাল সিআইডি । জানা গিয়েছে, আগামী 12 নভেম্বর বিজেপি নেতাকে একাধিক নথিপত্র নিয়ে হাজির হতে হবে ভবানী ভবনে । তবে এই বিষয়ে এখনও অর্জুন সিংয়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

সূত্রের খবর, 2020 সালের আর্থিক দুর্নীতির মামলায় অর্জুন সিংয়ের নাম আসে । প্রথমে সেই ঘটনার তদন্ত শুরু করে ব্যারাকপুর সিটি পুলিশ । পরবর্তী সময়ে সেই ঘটনার তদন্তভার চলে যায় সিআইডি-র হাতে । তবে 2020 সালের একটি আর্থিক দুর্নীতির ঘটনায় কেন চার বছর পর অর্জুন সিংকে ডাকল সিআইডি ? এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে ।

নামপ্রকাশে অনিচ্ছুক সিআইডি-র এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘আমরা এই ঘটনার তদন্তে নেমেছিলাম । আমাদের এর আগেও মনে হয়েছিল যে অর্জুন সিংহের সঙ্গে এই বিষয়ে একবার কথা বলা প্রয়োজন । ফলে সিআইডি’র তরফ থেকে তাঁকে একাধিকবার নোটিশ দেওয়া হয় । বলা হয়, তিনি যেন ভবানী ভবনে এসে সিআইডি আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন । তবে তিনি একবারও সিআইডি সমনে সাড়া দেননি ৷’’

ভবানী ভবন সূত্রের খবর, এর আগে অর্জুন সিংকে তলব করা হলে তিনি নির্বাচনের প্রচারে ব্যস্ত আছেন বলে আসেননি । ফলে এবার নির্বাচনের প্রচার শেষ হওয়ার পরেই তাঁকে ফের তলব করা হল ।

সিআইডি সূত্রে খবর, 2020 সালে প্রায় 4 কোটি টাকার একটি দুর্নীতির ঘটনা ঘটে । অর্জুন সিং ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন অভিযোগ ওঠে, পুরসভায় আর্থিক দুর্নীতি হয়েছে । প্রাথমিকভাবে তদন্ত চালিয়ে ব্যারাকপুর সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ জানতে পারে, মোট 4 কোটি টাকার দুর্নীতি হয়েছে । সিআইডি’র দাবি, ওই মামলায় তৎকালীন চেয়ারম্যানকে সাক্ষ্য হিসেবে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন । সে কারণেই নৈহাটি উপ-নির্বাচনের ঠিক আগের দিন ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে প্রাক্তন সাংসদকে ।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details