কলকাতা, 19 নভেম্বর: ইউনিসেফের উদ্যোগে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার সঙ্গে সাক্ষাৎ করল স্কুলের পড়ুয়ারা ৷ সেখানে তারা মন্ত্রীর সামনেই নানা বিষয়ে সরব হয় এবং নিজেদের দাবিদাওয়া পেশ করে ৷ সেখানে রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন ৷
বিশ্ব শিশুদিবস উপলক্ষ্যে সোমবার ইউনিসেফের তরফে ওই পড়ুয়াদের শশী পাঁজার কাছে নিয়ে যাওয়া হয় ৷ ইউনিসেফের ‘লিসন টু দ্য ফিউচার’ বা ভবিষ্যৎ প্রজন্মের কথা শুনুন কর্মসূচির এই অধীনের পড়ুয়াদের সঙ্গে মন্ত্রী ও সরকারি আধিকারিকদের সাক্ষাৎ করানোর ব্যবস্থা করা হয় ৷
পড়ুয়াদের থেকে মন্ত্রী কন্যাশ্রী, সবুজসাথী, মিড-ডে মিলের মতো একাধিক প্রকল্পের বিষয়ে খোঁজখবর নেন ৷ পড়ুয়ারাও খোলামনে সবটা জানান ৷ সেখানে কন্যাশ্রী ক্লাবের সদস্য এক ছাত্রী জানান, শিশু সুরক্ষা কমিটির বৈঠক শনিবার দুপুরে বা রবিবার হলে ভালো হয় ৷ কারণ, অন্যদিনগুলিতে স্কুল থাকায় অনেক ছাত্রীই ওই বৈঠকে উপস্থিত থাকতে পারে না ৷
তার কথা শুনে মন্ত্রী বিষয়টি স্থানীয় শিশু সুরক্ষা কমিটির কাছে জানাতে বলেন ৷ পাশাপাশি সরকারি প্রকল্পের কথা সকলের কাছে তুলে ধরার জন্য ওই পড়ুয়াদের অনুরোধ করেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ৷
পশ্চিমবঙ্গে ইউনিসেফের প্রধান ড. মঞ্জুর হোসেন বলেন, "এই আলাপচারিতা থেকে আমার উপলব্ধি হল যে শিশুদের অনেক কল্যাণমূলক বিষয় যা আমাদের মনে এখনও আসেনি, সেগুলি ইতিমধ্যেই তাদের দ্বারা আলোচনা করা হয়েছে । ইউনিসেফ শিশুদের জন্য তাদের মতামত প্রকাশ করার সুযোগ তৈরি করবে এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ।"
তিনি মুর্শিদাবাদ জেলার গ্রামীণ ও শহুরে স্কুলের শিশুদের সঙ্গে একটি সাম্প্রতিক আলাপচারিতা সম্পর্কেও উল্লেখ করেছেন, যেখানে পড়ুয়ারা বাল্যবিবাহ, মানসিক স্বাস্থ্য সমস্যা, জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবের মতো স্থানীয় সমস্যাগুলির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে । কলকাতায় শিশুদের সঙ্গে আলাপচারিতা পর্বে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি সংঘমিত্রা ঘোষও ।