পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতার প্রিয়পাত্র শাহজাহানকে বাঁচাতেই সন্দেশখালির স্টিং অপারেশন, কটাক্ষ হিমন্তের - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Himanta Biswa Sarma slams Mamata Banerjee: সন্দেশখালি থেকে শুরু করে একাধিক প্রসঙ্গ তুলে ধরে বাংলার মুখ্যমন্ত্রীকে বাক্যবাণে বিদ্ধ করলেন অসমের মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁর অভিযোগ, মমতার প্রিয়পাত্র শাহজাহানকে বাঁচাতেই সন্দেশখালিকে স্টিং অপারেশন করা হয়েছে।

Himanta Biswa Sarma slams Mamata Banerjee
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 10:33 PM IST

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (নিজস্ব প্রতিনিধি)

বলাগড়, 10 মে: "সন্দেশখালির ঘটনায় সুপ্রিম কোর্ট সিবিআইকে তদন্ত ভার দিয়েছে। শুধু তাই নয়, সেখান থেকে অত্যাধুনিক অস্ত্রও উদ্ধার হয়েছে। এমতাবস্থায় স্টিং অপারেশন করানো হল কেন ? এটা যে সঠিক সেটার প্রমাণ দেবে কে?" রাজ্যে প্রচারে এসে সন্দেশখালি নিয়ে এমনই প্রশ্ন তুলে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রিয়পাত্র শাহজাহানকে বাঁচাতেই এমন কাজ করা হয়েছে বলেও তোপ দাগেন উত্তর-পূর্ব ভারতে বিজেপির ম্যান ফ্রাই ডে। হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের হয়ে শুক্রবার সভা করতে আসেন তিনি।

বলাগড়ের কামার পাড়া নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা জানান, সিবিআই তদন্ত চলছে। সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট তাদের উপরই ভরসা করে বসে আছে। তাহলে এই মুহূর্তে স্টিং অপারেশন করা হল কেন? এভাবে তদন্তকে প্রভাবিত করা হচ্ছে। এটা বাংলাকে বদনাম করার কাজ, বাংলার মা-বোনেদের ন্যায় দেওয়ার কাজ নয়।

যেদিন হিমন্তের সভা হচ্ছে সেদিনই সন্দেশখালির ঘটনায় বিস্ফোরক দাবি করেছে শেখ শাহজাহান। তার দাবি, সন্দেশখালির ঘটনায় আরও অনেক সত্য প্রকাশ্যে আসবে। এই প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের দেশের দুর্ভাগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ মুখ্যমন্ত্রী হয়েছেন বলে শেখ শাজাহানরাও এই ধরনের কথা বলার সাহস পায় ।এটা অসম হলে এতক্ষণে সব হিসেব হয়ে যেত।"

পাশাপাশি এদিনই জামিন হয়েছে দেশের আরও এক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এ নিয়ে হিমন্তের প্রতিক্রিয়া, "মাত্র কিছু দিনের জন্য জামিন পেয়েছেন। আবার জুনের শুরুতেই জেলে ফিরে যেতে হবে। আত্মসম্মান আছে এমন কোনও মানুষ জামিনের এই শর্তে রাজি হবেন না। অরবিন্দ কেজরিওয়ালের আত্মসম্মান থাকলে উনি বিনম্রভাবে সুপ্রিম কোর্টকে বলতেন, আমায় জামিন দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু আমি জেলেই থাকতে চাই।"

আরও পড়ুন:

  1. অসমে ভারত জোড়ো ন্যায় যাত্রায় ‘বডি ডাবল’ ব্যবহার করেন রাহুল, অভিযোগ হিমন্তর
  2. অসমে বিজেপির সভায় হিমন্তর নাচ এখন অন্যতম আকর্ষণ

ABOUT THE AUTHOR

...view details