পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টানা 14 ঘণ্টা জেরা শেষে মন্ত্রী চন্দ্রনাথের ঘর থেকে উদ্ধার 41 লক্ষ টাকা - ED raids at Chandranath Sinha house

School Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 14 ঘণ্টা ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অনুব্রত ঘনিষ্ঠ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বললেন, "যা জিজ্ঞাসা করেছে সব উত্তর দিয়েছি।"

Etv Bharat
নিয়োগ দূর্নীতি মামলায় 14 ঘন্টা জেরা-তল্লাশি অনুব্রত ঘনিষ্ঠ মন্ত্রী চন্দ্রনাথকে।

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 11:47 AM IST

Updated : Mar 23, 2024, 1:19 PM IST

মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে ইডি৷

বোলপুর, 23 মার্চ: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 14 ঘন্টা ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ নিয়োগ দুর্নীতি মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে অনুব্রত ঘনিষ্ঠ মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বললেন, "যা জিজ্ঞাসা করেছেন সব উত্তর দিয়েছি"।

প্রায় 14 ঘণ্টা তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে পেনড্রাইভ-সহ একাধিক নথি উদ্ধার করেন ইডি আধিকারিকরা ৷ উদ্ধার হয়েছে নগদ 41 লক্ষ টাকা ৷ উদ্ধার হওয়া বিপুল অঙ্কের টাকা বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা ৷ মহিলা অফিসার-সহ 9 জন ইডি আধিকারিকের ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন চন্দ্রনাথ সিনহা ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডলকে জেরা করেই মন্ত্রী চন্দ্রনাথের নাম উঠে এসেছে, ইডি সূত্রে এমনটাই জানা যাচ্ছে ৷ চন্দ্রনাথের স্ত্রী তথা বোলপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মণিকুন্তলা সিনহাকেও জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা।

গরুপাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় আপাতত তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল। অনুব্রতরই ঘনিষ্ঠ রাজনৈতিক সঙ্গী হিসাবে পরিচিত বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার তাঁর বোলপুরের নায়েকপাড়ার বাড়িতে হানা দেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। সকাল 9 টায় প্রথমে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় মন্ত্রীর বাড়ি৷ মহিলা অফিসার-সহ 9 জন ইডি আধিকারিক ভেতরে যান ৷ যদিও, সেই সময় মন্ত্রী বাড়িতে ছিলেন না ৷ সে সময় বীরভূমের মুরারইয়ের গ্রামের বাড়িতে ছিলেন তিনি ৷ খবর পেয়ে দুপুর 1টা 45 মিনিটে বোলপুরের বাড়িতে আসেন চন্দ্রনাথ। এরপরেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা।

ইডি সূত্রে জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডলকে জেরা করেই উঠে এসেছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহের নাম৷ 100 জন প্রার্থীর নামের তালিকা তৈরি করে অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে৷ এই মর্মে মন্ত্রীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। পরে তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথি, পেনড্রাইভ, মোবাইলের কথোপকথনের রেকর্ড ও মেসেজের তথ্য সংগ্রহ করেন তদন্তকারী আধিকারিকরা। এছাড়া, মন্ত্রীর দেওয়া বয়ানও লিপিবদ্ধ করা হয়। মন্ত্রী বলেন, "যা জিজ্ঞাসা করেছেন সব প্রশ্নের উত্তর দিয়েছি। তদন্তে সহযোগিতা করেছি। আশাকরি, সব কিছুরই উত্তর ইডি পেয়েছে"।

Last Updated : Mar 23, 2024, 1:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details