পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছটপুজো উপলক্ষে বাতিল একাধিক ট্রেন, প্রভাব চক্ররেল পরিষেবাতেও

ছটপুজো উপলক্ষে চক্ররেলের পরিষেবায় প্রভাব পড়তে চলেছে ৷ পরপর দু'দিন বাতিলের পাশাপাশি একাধিক ট্রেনের গতিও নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷

CIRCULAR TRAINS
বাতিল একাধিক চক্ররেল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2024, 7:33 PM IST

কলকাতা, 4 নভেম্বর: ছটপুজো এবং এই পুজোর সঙ্গে যুক্ত দণ্ডী কাটার যে প্রথা রয়েছে তার জন্য আবারও নিয়ন্ত্রিত হচ্ছে চক্ররেল পরিষেবা। আজ, সোমবার এমনটাই জানিয়েছে পূর্ব রেলের শিয়ালদা বিভাগ। রাজ্যে প্রশাসনের তরফে এই আবেদন করা হয়েছে বলেই জানিয়েছে রেল। আগামী 7 নভেম্বর (বৃস্পতিবার) ও 8 নভেম্বর (শুক্রবার) ছটপুজো ও দণ্ডী কাটার জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ৷ চক্ররেলের পরিষেবার একাধিক ট্রেন নিয়ন্ত্রণ করা হয়েছে ৷ পাশাপাশি, বেশ কিছু ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

একনজরে, যে ট্রেনগুলি কলকাতা স্টেশন পর্যন্ত যাবে-

  • 30322 হাসনাবাদ-বিবাদী বাগ
  • 30128 কল্যাণী সীমান্ত-মাঝেরহাট
  • 30324 হাসনাবাদ-মাঝেরহাট
  • 30346 বনগাঁ-মাঝেরহাট
  • 30312 বারাসত-মাঝেরহাট
  • 30122 নৈহাটি-বালিগঞ্জ
  • 30314 দত্তপুকুর-মাঝেরহাট

যে ট্রেনগুলি কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে-

  • 30145 বিবাদী বাগ-কৃষ্ণনগর
  • 30121 মাঝেরহাট-নৈহাটি
  • 30333 মাঝেরহাট-হাবড়া
  • 30311 মাঝেরহাট বারাসত
  • 30331 মাঝেরহাট-হাবড়া
  • 30111 বালিগঞ্জ-ব্যারাকপুর
  • 30313 মাঝেরহাট-বারাসত

এছাড়াও,

  • 30344 বনগাঁ-মাঝেরহাট বারাসতে যাত্রা শেষ করবে
  • 30154 নৈহাটি-মাঝেরহাট শিয়ালদ স্টেশনে যাত্রা শেষ করবে
  • 30142 গেদে-মাঝেরহাট লোকালের ট্রেনটি টালা হয়ে ঘুরপথে গন্তব্যে পৌঁছবে
  • 30332 নৈহাটি-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ হয়ে গন্তব্যে পৌঁছবে
  • 30152 নৈহাটি-মাঝেরহাট বালিগঞ্জ হয়ে গন্তব্যে পৌঁছবে

যে ট্রেনগুলি বালিগঞ্জে যাত্রা সংক্ষিপ্ত করবে সেগুলি হল-

  • 30342 বনগাঁ-মাঝেরহাট
  • 30112 ব্যারাকপুর-মাঝেরহাট

যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে

  • 30412 শিয়ালদা-বিবাদী বাগ
  • 30416 শিয়ালদা-বিবাদী বাগ
  • 31223 শিয়ালদা-ব্যারাকপুর
  • 30113 বিবাদীবাগ-ব্যারাকপুর-বিবাদী বাগ

যে ট্রেনগুলি কলকাতা স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে

  • 30145 বিবাদী বাগ-কৃষ্ণনগর জংশন
  • 30121 মাঝেরহাট-নৈহাটি
  • 30333 মাঝেরহাট-হাবড়া
  • 30311 মাঝিরহাট-বারাসত
  • 30331 মাঝেরহাট-হাবড়া
  • 30111 বালিগঞ্জ-ব্যারাকপুর
  • 30313 মাঝেরহাট-বারাসত

এছাড়াও,

  • 30123 মাঝেরহাট-নৈহাটি-শিয়ালদা থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে
  • 30321 মাঝেরহাট-হাসনাবাদ-বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে
  • 30317 মাঝেরহাট-দত্তপুকুর-বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে
  • 30712 মাঝেরহাট-লক্ষীকান্তপুর-বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে

এর আগেও কালীপুজোর নিরঞ্জন পর্বের জন্য চলতি মসের গত 1 তারিখ থেকে তিনদিন নিয়ন্ত্রণ করা হয়েছিল চক্ররেল পরিষেবা। নিরাপত্তার কথা মাথায় রেখে কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তও করা হয়েছিল। আবার কিছু ক্ষেত্রে ঘুরপথেও চলেছিল চক্ররেল।

বিমানের পর এবার ট্রেন ! বোমাতঙ্কের জেরে মাঝপথে থামল সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস

ABOUT THE AUTHOR

...view details