পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধুপগুড়ি-ফালাকাটা জাতীয় সড়ক চার লেনের জন্য অর্থ বরাদ্দ কেন্দ্রের - DHUPGURI NH EXPANSION

ধুপগুড়ি-ফালাকাটা জাতীয় সড়কটিতে চারটি লেনের রাস্তায় রূপান্তরিত হবে ৷ এর জন্য বিপুল অর্থ বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার ৷

Dhupguri to Falakata National Highway
ধুপগুড়ি থেকে ফালাকাটাগামী জাতীয় সড়ক (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2024, 7:00 PM IST

জলপাইগুড়ি, 16 অক্টোবর: ফোর লেন হতে চলেছে ধুপগুড়ি থেকে ফালাকাটাগামী জাতীয় সড়ক ৷ এর জন্য 1606.14 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক ৷ ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্টের-এর (NHDP) অন্তর্ভুক্ত এই ধুপগুড়ি থেকে ফালাকাটা পর্যন্ত চার লেনের রাস্তা করা হবে ৷

ইতিমধ্যে ঘোষপুকুর থেকে ধুপগুড়ি পর্যন্ত ফোর লেনের কাজ প্রায় শেষ ৷ ফালাকাটা থেকে সলসলাবাড়ি পর্যন্ত রাস্তার চার লেনের কাজ চলছে ৷ এবার ধুপগুড়ি থেকে ফালাকাটা পর্যন্ত 31 নং জাতীয় সড়কটিকে ফোর লেনে আপগ্রেড ও পুনর্বাসন দেওয়ার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানান জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় ৷ ঘোষপুকুর থেকে সলসলাবাড়ি পর্যন্ত ফোর লেন হয়ে গেলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ আরও ভালো হবে ৷

কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি সোশাল মিডিয়ায় পোস্ট করে ফোর লেনের অর্থ বরাদ্দের কথা জানিয়েছেন ৷ ধুপগুড়ি ফালাকাটা পর্যন্ত 1606.14 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক ৷ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার NH-31D-এর পুনর্বাসন এবং আপগ্রেড করার জন্য বিরাট অঙ্কের টাকা মঞ্জুর করা হয়েছে ৷ ধুপগুড়ি থেকে ফালাকাটা পর্যন্ত ফোর লেনের হাইওয়েতে প্রসারিত করা হচ্ছে ৷ ধুপগুড়ি থেকে ফালাকাটা পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ 29.86 কিলোমিটার ৷

জানা গিয়েছে, এই উদ্যোগটি ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্টের (NHDP) পূর্ব-পশ্চিম করিডোরের এটাই শেষ কাজ, যা কি না 31-D জাতীয় সড়কের সাথে NH-27 কে সংযুক্ত করে ৷ পোরবন্দর থেকে রাজকোট, সমখিয়ালি, রাধনপুর, কোটা, ঝাঁসি, কানপুর, লখনউ, অযোধ্যা, গোরখপুর, এবং মুজাফফরপুর থেকে শিলিগুড়ি, অসম এবং গুয়াহাটি পর্যন্ত এই রাস্তাটি সংযোগ স্থাপন করবে ৷

এই প্রকল্প ইস্ট-ওয়েস্ট করিডরের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সড়ক যোগাযোগ বাড়াবে ৷ পাশাপাশি এই রাস্তাটি হয়ে গেলে দূরত্ব যেমন কমবে ও সময়ও বাঁচবে ৷

ABOUT THE AUTHOR

...view details