উত্তরবঙ্গে এসে পৌঁছল কেন্দ্রীয়বাহিনী শিলিগুড়ি ও জলপাইগুড়ি, 2 মার্চ:লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই পাহাড়ে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকালে হলদিবাড়ি থেকে 1 কোম্পানি বিএসএফ জওয়ান শিলিগুড়িতে পৌছয়। এর আগে জলপাইগুড়িতে এসে পৌঁছন কেন্দ্রীয় বাহিনী ৷ এদিন থেকেই রুটমার্চ শুরু করে দেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা।
দার্জিলিং লোকসভা কেন্দ্রে 9 কোম্পানি কেন্দ্রীয়বাহিনী এসে পৌঁছছে ৷ তথ্য অনুয়ায়ী আপাতত দার্জিলিং জেলায় 5 কোম্পানি ও কালিম্পং জেলায় 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে । দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট ভোটার প্রায় 16 লক্ষ 11 হাজার । এদিন শিলিগুড়ি সংলগ্ন জাবরাভিটায় পলিটেকনিক কলেজ হস্টেলে পৌঁছন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷
তবে জলপাইগুড়ি জেলায় আসার পরই রুটমার্চ শুরু করেন দেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা । লোকসভা ভোটের আগে গ্রামগঞ্জের মানুষদের আত্মবিশ্বাস বাড়াতেই টহলদারি শুরু করে দেন তাঁরা । এদিন বাহাদুর গ্রাম পঞ্চায়েতে টহলদারি করেন জওয়ানরা। জলপাইগুড়ি সদর ব্লকের 73 মোড় থেকে বাহাদুর এলাকা পর্যন্ত রুটমার্চ করেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের পাশাপাশি জলপাইগুড়িতে রুটমার্চ শুরু হয়েছে পুলিশের ।
লোকসভা নির্বাচনের সময় ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তা নিয়েও ভোটারদের আশ্বস্ত করেন কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত ৷ রাস্তার পাশে বিভিন্ন দোকান ও পথ চলতি মানুষদের সঙ্গে কথা বলেন তিনি । বিগত লোকসভা ও বিধানসভার ভোটে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরছেন কি না, তা জিজ্ঞাসা করেন আইসি। আধা সামরিক বাহিনীর জওয়ানরাও এলাকাবাসীকে নিরাপত্তার আশ্বাস দেন ৷
প্রসঙ্গত, 2017 সালে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে সশস্ত্র আন্দোলন হয় ৷ এরপর 2019 সালের লোকসভা নির্বাচন ছিল ৷ সেই নির্বাচন ছিল কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ । নির্বিঘ্নে ভোট বৈতরণী পার করতে দার্জিলিং লোকসভা কেন্দ্রে 77 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল । যার মধ্যে 69 কোম্পানি কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করা হয়েছিল পাহাড়ে। কারণ পাহাড়ে 80 শতাংশ কেন্দ্র ছিল স্পর্শকাতর বুথ। দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা প্রায় 1900টি । যার মধ্যে পাহাড়ে বুথের সংখ্যা প্রায় 874টি । তবে পাহাড় এখন অনেকটাই শান্ত।
আরও পড়ুন:
- বুধে চারটি জেলাকে নিয়ে বিশেষ বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন
- ভয় কাটিয়ে ভোটারদের বুথমুখী করতে নতুন পরিকল্পনা নির্বাচন কমিশনের
- মার্চের শুরুতেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে, তার আগেই রাজনৈতিক দলগুলির বিশেষ প্রশিক্ষণ