পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিরাপত্তার কারণে সঞ্জয়কে ভার্চুয়ালি আদালতে পেশ করবে সিবিআই - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: আজ, শুক্রবার আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে আদালতে পেশ করবে সিবিআই ৷ তবে নিরাপত্তাজনিত কারণে তাঁকে ভার্চুয়ালি আদালতে পেশ করতে চলেছে তারা ৷

RG Kar Doctor Rape and Murder
নিরাপত্তার কারণে সঞ্জয়কে ভার্চুয়ালি আদালতে পেশ করবে সিবিআই (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2024, 2:36 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হওয়া কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আজ, শুক্রবার শিয়ালদা আদালতে পেশ করার কথা । তবে সিবিআইয়ের তরফে আপাতত খবর পাওয়া যাচ্ছে যে সঞ্জয় রায়কে নিরাপত্তাজনিত স্বশরীরে আদালতে পেশ করা হবে না ৷ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকেই তাঁর ভার্চুয়াল শুনানি করাতে চাইছে সিবিআই ।

এর আগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে যখন আলিপুর বিশেষ আদালতে পেশ করা হয়, সেই সময়ে তাঁকে দেখে চরম বিক্ষোভে সামিল হন সেখানকার আইনজীবীরা । পরে আদালত থেকে বের করার সময় সন্দীপ ঘোষকে চড় মারার অভিযোগ ওঠে । কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের উপরও আদালত চত্বরে একই ধরনের হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সিবিআইয়ের তদন্তকারীরা ৷

সেই কারণেই সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদা আদালতে আনতে চাইছে না সিবিআই ৷ পরিবর্তে সংশোধনাগারের মধ্যে থেকেই তাঁকে আদালতে ভার্চুয়ালি পেশ করতে চাইছেন তদন্তকারীরা ৷

উল্লেখ্য, গত 9 অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ওই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় ৷ অভিযোগ, ধর্ষণ ও খুন করা হয়েছে ওই তরুণী চিকিৎসককে ৷ এই ঘটনায় কলকাতা পুলিশ গ্রেফতার করে সঞ্জয় রায় নামে ওই সিভিক ভলান্টিয়ারকে ৷ প্রথমে তিনি পুলিশের হেফাজতে ছিলেন ৷ তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর তাঁকে হেফাজতে নেয় সিবিআই ৷

হেফাজতের মেয়াদ শেষ হতে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে সঞ্জয় রায়কে নিয়ে শিয়ালদা আদালতে যায় সিবিআই ৷ আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় ৷ তার পর থেকে তাঁর ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার ৷ এ দিন তাঁকে সেখান থেকেই ভার্চুয়ালি আদালতে পেশ করবে সিবিআই ৷ পাশাপাশি তারা সঞ্জয় রায়কে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানাবে ৷

সিবিআই সূত্রে খবর, সেই রাতে আরজি করের সেমিনার হলে ঠিক কী হয়েছিল, সঞ্জয় ছাড়া সেখানে আর কেউ উপস্থিত ছিল কি না, তার উত্তর জানতেই ধৃতকে জেরা করা প্রয়োজন ৷ তাই তাঁকে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details